Ajker Patrika

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় স্বামীর মোটরসাইকেল কিনে দেওয়ার চাপে স্বর্ণা আক্তার (২০) নামের এক গৃহবধূ ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ডেমরার কোনাপাড়া পাড় ডগাইর শাহজালাল রোডের বুলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মৃত স্বর্ণার স্বামী রাহাতুল হাসান রাহাত ও তাঁর মা নয়ন মণিকে আসামি করে স্বর্ণার দুলাভাই ডেমরা থানায় একটি মামলা করেন। ওই রাতেই অভিযান চালিয়ে থানা-পুলিশ রাহাতুল হাসানকে গ্রেপ্তার করে।

আজ বুধবার বিকেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি কোনাপাড়া শাহজালাল রোডের শুন্যা টেংরা এলাকার শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্বর্ণা আক্তার ও রাহাতুল হাসান ২ বছর আগে প্রেম করে বিয়ে করেন। গত ২৮ ফেব্রুয়ারি পিত্রালয় থেকে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তাঁর স্ত্রী স্বর্ণার কাছে দাবি জানান এবং চাপ প্রয়োগ করে রাহাতুল হাসান। এ বিষয়ে স্বর্ণা তাঁর মাকে অবহিত করলে ‘পরে দেখা যাবে’ বলে আশ্বস্ত করেন তাঁর মা।

এ নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য ও ঝগড়া হয়। এতে অভিমানে গৃহবধূ স্বর্ণা ৩ মার্চ রাত সাড়ে ১১টার দিকে নিজের রুমের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে ‘আত্মহত্যা’ করেন। খবর পেয়ে পুলিশ এসে সুরতহাল ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছে বলে জানতে পারি। এ ছাড়া মৃতের স্বামী নাকি তাঁর স্ত্রী থেকে একটি মোটরসাইকেল চেয়েছিল। হয়তো সেটি দিতে না পেরে স্বর্ণা আত্মহত্যা করে থাকতে পারে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত