নারায়ণগঞ্জ প্রতিনিধি
নির্বাচন-পরবর্তী সহিংসতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে দাউদপুর ইউনিয়ন পরিষদ এলাকায় কম্বল বিতরণের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর। একই সময় পরিষদের গেটের সামনে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা। একই জায়গায় পাশাপাশি দুটি কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বেলা দেড়টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। ইউপি চেয়ারম্যানের ব্যবহৃত গাড়িতেও আগুন দেওয়া হয়। এ সময় অবরুদ্ধ থাকেন চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর।
অন্যদিকে আরেক পক্ষ স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর বিকেলে উভয় পক্ষের লোকজন পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল বের করে।
এ বিষয়ে দাউদপুর পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বলেন, ‘অনুষ্ঠানে পূর্বপরিকল্পিতভাবে দলের নামধারী সন্ত্রাসীরা আমার লোকজনের ওপর হামলা করে এবং গাড়িতে আগুন দেয়। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
অন্যদিকে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আলোচনা সভাতে চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করে ও দলীয় কার্যালয়ে হামলা চালায়। সেখানে থাকা চেয়ার-টেবিল, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজীর টানানো ছবি ভাঙচুর করে।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’
নির্বাচন-পরবর্তী সহিংসতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে দাউদপুর ইউনিয়ন পরিষদ এলাকায় কম্বল বিতরণের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর। একই সময় পরিষদের গেটের সামনে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা। একই জায়গায় পাশাপাশি দুটি কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বেলা দেড়টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। ইউপি চেয়ারম্যানের ব্যবহৃত গাড়িতেও আগুন দেওয়া হয়। এ সময় অবরুদ্ধ থাকেন চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর।
অন্যদিকে আরেক পক্ষ স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর বিকেলে উভয় পক্ষের লোকজন পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল বের করে।
এ বিষয়ে দাউদপুর পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বলেন, ‘অনুষ্ঠানে পূর্বপরিকল্পিতভাবে দলের নামধারী সন্ত্রাসীরা আমার লোকজনের ওপর হামলা করে এবং গাড়িতে আগুন দেয়। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
অন্যদিকে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আলোচনা সভাতে চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করে ও দলীয় কার্যালয়ে হামলা চালায়। সেখানে থাকা চেয়ার-টেবিল, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজীর টানানো ছবি ভাঙচুর করে।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে