Ajker Patrika

নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাপায় সাংবাদিক নিহত

রায়পুরা ও বেলাব (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৫: ৪৯
নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাপায় সাংবাদিক নিহত

নরসিংদীর রায়পুরায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক বিশাল (৩২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের বন্ধু ইমাম হোসেন সজল গুরুতর আহত হয়েছেন। 

মৃত ওমর ফারুক বিশাল বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের কর্মকর্তা নুরুল হকের ছেলে। তিনি অনলাইন নিউজ পোর্টাল নিউজজিটোয়েন্টিফোর.কম-এর সাংবাদিক ছিলেন। 

এ বিষয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সজল তাঁর মোটরসাইকেলে করে মরজাল বাসস্ট্যান্ডের উদ্দেশ্য রওনা দেন। পথে মরজাল বাসস্ট্যান্ড এলাকার কাছাকাছি পৌঁছালে ভৈরবগামী একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান বিশাল। এ সময় তাঁর বন্ধু সজল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের জানাজা স্থানীয় ধুকুন্দী স্কুলমাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

 সাংবাদিকের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজনরাভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, কাভার্ড ভ্যানের পেছনের চাকায় রক্তের ছাপ রয়েছে। ওই চাকায় পিষ্ট হয়েই বিশাল মারা গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

ওসি আরও বলেন, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। তবে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালকের বিরুদ্ধে মামলা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত