আজাদুল আদনান, ঢাকা
সমালোচনার মুখেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সার্জারি অনুষদের ডিন ও জেনারেল সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। তিনি গত সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন।
তবে নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া নিয়ে নানা অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় অভিযোগ, অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বিএনপি ঘরানার চিকিৎসকদের সংগঠন ড্যাবের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগের শাসনকালে দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। তাঁর এই পদে বসার আগে মনোনয়ন পাওয়ার বিষয়টি গণমাধ্যমে এলে শুরু হয় আলোচনা-সমালোচনা। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
এ নিয়ে বর্তমানে স্বাচিপের সভাপতি ডা. ইকবাল আর্সলান কিছুদিন আগে গণমাধ্যমে বিষয়টি বলায় এককাট্টা হয়েছেন ছয়েফ উদ্দিনপন্থী কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকেরা। তাঁর দায়িত্ব গ্রহণের দুদিন পর প্রতিবাদের নামে গতকাল বুধবার সরকারি খরচে লাখ লাখ টাকা খরচ করে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়।
ওই বিজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য প্রশাসন পদের জন্য বিএসএমএমইউ অধ্যাপক ডা. আবু নাসার রিজভী একজন প্রার্থী ছিলেন। তিনি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানের মাধ্যমে বিভিন্ন মহলে চেষ্টা-তদবির চালান বলেও ওই বিজ্ঞাপনে বলা হয়। এমনকি স্বাচিপের সভাপতির বিরুদ্ধে জামায়াত-বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়।
বিষয়টি নিয়ে গতকাল বুধবার উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলবেন না জানিয়ে জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গে বিষয়টি জড়িত। যিনি বা যাঁরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করবেন, আমরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’ তবে একজনের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি না দেখে জনগণের টাকায় লাখ টাকার বিজ্ঞাপন দেওয়া কতটা যৌক্তিক—এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।
এ বিষয়ে স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান আজকের পত্রিকাকে বলেন, ‘ডা. ছয়েফ উদ্দিন আহমদের ব্যাপারে একজন জানতে চেয়েছিল আমি সেটা বলেছি। সেটা কেন ব্যক্তিগতভাবে নিয়ে উপাচার্য এত টাকা দিয়ে আমার বিরুদ্ধে বিষোদগার করছেন সেটা বুঝতে পারছি না। এ বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না।’
সমালোচনার মুখেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সার্জারি অনুষদের ডিন ও জেনারেল সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। তিনি গত সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন।
তবে নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া নিয়ে নানা অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় অভিযোগ, অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বিএনপি ঘরানার চিকিৎসকদের সংগঠন ড্যাবের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগের শাসনকালে দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। তাঁর এই পদে বসার আগে মনোনয়ন পাওয়ার বিষয়টি গণমাধ্যমে এলে শুরু হয় আলোচনা-সমালোচনা। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
এ নিয়ে বর্তমানে স্বাচিপের সভাপতি ডা. ইকবাল আর্সলান কিছুদিন আগে গণমাধ্যমে বিষয়টি বলায় এককাট্টা হয়েছেন ছয়েফ উদ্দিনপন্থী কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকেরা। তাঁর দায়িত্ব গ্রহণের দুদিন পর প্রতিবাদের নামে গতকাল বুধবার সরকারি খরচে লাখ লাখ টাকা খরচ করে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়।
ওই বিজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য প্রশাসন পদের জন্য বিএসএমএমইউ অধ্যাপক ডা. আবু নাসার রিজভী একজন প্রার্থী ছিলেন। তিনি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানের মাধ্যমে বিভিন্ন মহলে চেষ্টা-তদবির চালান বলেও ওই বিজ্ঞাপনে বলা হয়। এমনকি স্বাচিপের সভাপতির বিরুদ্ধে জামায়াত-বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়।
বিষয়টি নিয়ে গতকাল বুধবার উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলবেন না জানিয়ে জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গে বিষয়টি জড়িত। যিনি বা যাঁরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করবেন, আমরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’ তবে একজনের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি না দেখে জনগণের টাকায় লাখ টাকার বিজ্ঞাপন দেওয়া কতটা যৌক্তিক—এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।
এ বিষয়ে স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান আজকের পত্রিকাকে বলেন, ‘ডা. ছয়েফ উদ্দিন আহমদের ব্যাপারে একজন জানতে চেয়েছিল আমি সেটা বলেছি। সেটা কেন ব্যক্তিগতভাবে নিয়ে উপাচার্য এত টাকা দিয়ে আমার বিরুদ্ধে বিষোদগার করছেন সেটা বুঝতে পারছি না। এ বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না।’
মধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
১০ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৩ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
২৫ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
৩৯ মিনিট আগে