Ajker Patrika

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২১, ১২: ২২
কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

কোটালীপাড়া (গোপালগঞ্জ): গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুবিন শিকদার( ২০) ও স্বাধীন শিকদার (১৭) নামে আপন দুই চাচাতো ভাই নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারাশী বাসস্ট্যান্ডে একটি ইজিবাইককে সাইট দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুবিন শিকদার উপজেলার ঘাঘরকান্দা গ্রামের ফারুক শিকদারের ছেলে ও স্বাধীন শিকদার বর্ষাপাড়া গ্রামের মিরাজ শিকদারের ছেলে।

নিহত মুবিন শিকদার ও স্বাধীন শিকদারের ছোট চাচা শামিউল শিকদার বলেন, আমার ভাতিজা মুবিন শিকদার সরকারি মেরিন ইঞ্জিনিয়ার কলেজ থেকে ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষা দিয়েছিল। এছাড়া স্বাধীন শিকদার কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তাঁদের মৃত্যুতে পরিবারের সবাই ভেঙে পড়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপালগঞ্জগামী একটি মোটরসাইকেল তারাশী বাসস্ট্যান্ডে একটি ইজিবাইককে সাইট দিতে গিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক মুবিন শিকদার ও তার পেছনে বসে থাকা চাচাতো ভাই স্বাধীন শিকদার গুরুতর আহত হয়। আহত মুবিন শিকদার ও স্বাধীন শিকদারকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মুবিন শিকদারকে মৃত ঘোষণা করেন। অপরদিকে স্বাধীন শিকদারের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১০টায় স্বাধীন শিকদার মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত