নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজ হাতে পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দিলেন পুলিশপ্রধান বেনজীর আহমেদ। বাহিনীপ্রধানের এ ধরনের আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত পুলিশ সদস্যরা।
ঈদের দিন সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের পুলিশ ভবনে (আইজিপির বাসভবন) পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বেনজীর। দুই পর্বের এ আয়োজনের প্রথম পর্বে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পুলিশ সদস্য এবং দ্বিতীয় পর্বে এএসপি থেকে অতিরিক্ত আইজিপি পর্যায়ের পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন পুলিশ মহাপরিদর্শক।
পরে পুলিশ কর্মকর্তাদের দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান আইজিপি।
বেনজীর বলেন, ‘আমরা সবাই যদি পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু দেশের জনগণের ঈদ উদ্যাপন নির্বিঘ্ন করার জন্য আমরা পরিবারের সঙ্গে ঈদ করতে পারিনি। এ চ্যালেঞ্জ নিয়েই আমরা চাকরিতে এসেছি। আমাদের চাকরিটা শুধু চাকরি নয়। এ জন্য এবারের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগে আমাদের ট্যাগ লাইন হলো ‘চাকরি নয়, সেবা’।
পুলিশ বাহিনীর সদস্যদের জন্য দেশপ্রেম গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেবার মানসিকতা নিয়ে দেশ ও দেশের নাগরিকদের জন্য কাজ করার ওপর জোর দেন আইজিপি।
আইজিপি বলেন, শান্তিকালীন সময়ে যুদ্ধ করে পুলিশ; আর যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনী। পুলিশ যুদ্ধ করে দেশবিরোধী, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে। যুদ্ধ করলে প্রাণহানি ঘটতে পারে। দেশপ্রেম না থাকলে যুদ্ধ করা যায় না। দেশপ্রেম ছাড়া দেশ আগায় না, সমাজ আগায় না, সভ্যতা আগায় না।
ঈদ উদ্যাপনে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, এবারের ঈদযাত্রা ভালো ছিল, তেমন কোনো সমস্যা হয়নি। তিনি এ জন্য হাইওয়ে, শিল্প ও জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
নিজ হাতে পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দিলেন পুলিশপ্রধান বেনজীর আহমেদ। বাহিনীপ্রধানের এ ধরনের আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত পুলিশ সদস্যরা।
ঈদের দিন সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের পুলিশ ভবনে (আইজিপির বাসভবন) পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বেনজীর। দুই পর্বের এ আয়োজনের প্রথম পর্বে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পুলিশ সদস্য এবং দ্বিতীয় পর্বে এএসপি থেকে অতিরিক্ত আইজিপি পর্যায়ের পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন পুলিশ মহাপরিদর্শক।
পরে পুলিশ কর্মকর্তাদের দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান আইজিপি।
বেনজীর বলেন, ‘আমরা সবাই যদি পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু দেশের জনগণের ঈদ উদ্যাপন নির্বিঘ্ন করার জন্য আমরা পরিবারের সঙ্গে ঈদ করতে পারিনি। এ চ্যালেঞ্জ নিয়েই আমরা চাকরিতে এসেছি। আমাদের চাকরিটা শুধু চাকরি নয়। এ জন্য এবারের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগে আমাদের ট্যাগ লাইন হলো ‘চাকরি নয়, সেবা’।
পুলিশ বাহিনীর সদস্যদের জন্য দেশপ্রেম গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেবার মানসিকতা নিয়ে দেশ ও দেশের নাগরিকদের জন্য কাজ করার ওপর জোর দেন আইজিপি।
আইজিপি বলেন, শান্তিকালীন সময়ে যুদ্ধ করে পুলিশ; আর যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনী। পুলিশ যুদ্ধ করে দেশবিরোধী, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে। যুদ্ধ করলে প্রাণহানি ঘটতে পারে। দেশপ্রেম না থাকলে যুদ্ধ করা যায় না। দেশপ্রেম ছাড়া দেশ আগায় না, সমাজ আগায় না, সভ্যতা আগায় না।
ঈদ উদ্যাপনে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, এবারের ঈদযাত্রা ভালো ছিল, তেমন কোনো সমস্যা হয়নি। তিনি এ জন্য হাইওয়ে, শিল্প ও জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইমোলা এলাকায় দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
২ মিনিট আগেতাম্মিম পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে বলেন, ‘আমরা নগর ভবনের সামনে জড়ো হচ্ছিলাম। হঠাৎ পুলিশ এসে সোহানকে ধরে নিয়ে যাচ্ছিল। আমরা যখন বাধা দিই, তখন সেখানে নারী পুলিশ ছিল না। পুরুষ পুলিশ আমার বিভিন্ন জায়গায় স্পর্শ করে।’
৬ মিনিট আগেপ্রকল্প দপ্তর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইসিবি ইউটিলিটি স্থানান্তরের দায়িত্বে রয়েছে। বিমানবন্দর, খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং নদ্দা স্টেশনের কাজ প্রায় সম্পন্ন হলেও উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে কাজ বন্ধ রয়েছে। ডিএমপি (ট্রাফিক) বিকল্প সড়কের শর্ত দেওয়ায় চলতি বছরের এপ্রিল থেকে
১২ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের শান্তিরবাজার গুদারাঘাট ও মসলেন্দপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে