Ajker Patrika

নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক: নৌকার প্রার্থীর অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক: নৌকার প্রার্থীর অভিযোগ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। নির্বাচিত এই প্রার্থী পাপুয়া নিউগিনির নাগরিক হওয়ায় আইন অনুয়ায়ী তার প্রার্থিতা অবৈধ এবং তাকে বিজয়ী ঘোষণা করে প্রকাশিত গেজেট বাতিলের আহ্বান জানিয়েছেন এই আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কাজিম উদ্দীন আহমেদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ময়মনসিংহ-১১ ভালুকার স্বতন্ত্র এমপি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ-এর দ্বৈত নাগরিকত্বের জন্য প্রার্থিতা বাতিল, গেজেট ও শপথ বাতিল বিষয়ে মহামান্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চের রুল এবং ডিরেকশন প্রসঙ্গে সংবাদ সম্মেলন— এসব অভিযোগ করেন কাজিম উদ্দীন ৷

কাজিম উদ্দীন বলেন, পাপুয়া নিউগিনির নাগরিক মোহাম্মদ আবদুল ওয়াহেদের প্রার্থিতা এবং নির্বাচনের বৈধতাকে চ্যালেঞ্জ করে আমার পক্ষে আইনজীবী একটি রিট পিটিশন দায়ের করে। গত বুধবার এই রিটের শুনানি হয় এবং মাননীয় হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ইকবাল কবির এবং বিচারপতি এস, এম, মনিরুজ্জামান শুনানিতে সন্তুষ্ট হয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনকে মোহাম্মদ আবদুল ওয়াহেদের নির্বাচনে অংশগ্রহণ, প্রার্থিতা এবং অযোগ্যতার অভিযোগের তদন্ত কেন করা হবে না, ৯ জানুয়ারির নির্বাচনী গেজেট কেন স্থগিত করা হবে না এবং কাজিম উদ্দিন আহমেদকে কেন সংসদ সদস্য হিসেবে ঘোষণা করা হবে না। এই মর্মে একটি রুল ইস্যু করেন। এছাড়াও মাননীয় হাইকোর্ট ডিভিশন বাংলাদেশ নির্বাচন কমিশনকে আগামী ৪ সপ্তাহের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেন।

সংবদ সম্মেলনে কাজিম উদ্দিনের আইনজীবী রাগিব কবির বলেন, বাংলাদেশের সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদ এবং নাগরিকত্ব আইন অনুসারে যেসব দেশ দ্বৈত নাগরিকত্বের তালিকায় নাই, সেসব দেশের নাগরিকত্ব গ্রহণের কারণে বাংলাদেশের নাগরিকত্ব সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে এবং বিদেশি নাগরিকত্ব ত্যাগ করে নতুন করে বাংলাদেশের নাগরিকত্ব নিতে হয়। উনি সেটা নেন নাই। তাই তিনি অবৈধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচিত হয়েছেন। আমরা প্রমাণ হিসেবে ওয়াহেদ সাহেবের পাপুয়া নিউগিনির পাসপোর্ট নাম্বার ও তাঁর ট্রাভেল স্টোরি জমা দিয়েছি নির্বাচন কমিশনে। আশা করি উচ্চ আদালতের নির্দেশনা তারা উপযুক্ত ব্যবস্থা নেবে।

অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদ আবদুল ওয়াহেদকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেন নাই। ইমোতে মেসেজ করলেও তিনি কোনো জবাব দেন নাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত