মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার শিকার এক নারীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রস্তাবে রাজি না হলে ওই নারীকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
এসআই সুরুজ্জামান মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী নারী গত ১৬ মে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। তিনি জানান, তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি তাঁর বাবার বাড়ি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে বসবাস করেন। দীর্ঘদিন ধরে একই গ্রামের আলেক মিয়া (৪৮) বিভিন্ন সময়ে তাঁকে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছেন। গত ২১ মার্চ ভোরে তিনি জোরপূর্বক তাঁর শ্লীলতাহানি করেন। এ সময় তিনি প্রতিবাদ করায় ইট দিয়ে আঘাত করে তাঁর বাম চোখসহ কপালে জখম করেন। বিষয়টি নিয়ে মির্জাপুর থানায় অভিযোগ দায়েরের পর এসআই সুরুজ্জামান মামলাটি রেকর্ডের জন্য তাঁর কাছ থেকে প্রথমে পনেরো হাজার টাকা এবং পরবর্তীতে আরও ২৩ হাজার টাকাসহ সর্বমোট আটত্রিশ হাজার টাকা নেন।
পরবর্তীতে ধর্ষণচেষ্টার অভিযোগকে যথাযথ ধারায় রেকর্ড না করে সাধারণ মারামারি ধারায় রেকর্ড করেন। এরপর ওই এসআই মোবাইলে ও তাঁর ইমোতে ফোন করে আপত্তিকর প্রস্তাব দেন। আপত্তিকর প্রস্তাবে রাজি না হলে মাদকের মামলা দিয়ে তাঁকে কোর্টে চালান করে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে হুমকিমূলক কথাবার্তা বলেন।
ভুক্তভোগী নারীর মা বলেন, এসপি অফিসে অভিযোগ করার পর মামলা বাবদ ঘুষ নেওয়া ৩৮ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা ওই এসআই ফেরত দিয়ে যায়। বাকি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সিনিয়র স্যাররা তদন্ত করবে, তদন্ত করলেই সঠিক ঘটনা বেরিয়ে আসবে।’
এ বিষয়ে অভিযুক্ত এসআই সুরুজ্জামান বলেন, ‘অভিযোগের বিষয়ে পরে শুনেছি এবং দেখেছি। যে মামলা সম্পর্কে ওই নারী অভিযোগ করেছিল, সেই মামলাও আপস করে নিয়েছে। এ ছাড়া আমার বিরুদ্ধে পুলিশ সুপার বরাবার যে অভিযোগ করেছিল, সেটাও প্রত্যাহার করে নিয়েছেন।’
তবে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘অভিযোগের বিষয়টি আমার জানা নেই।’
টাঙ্গাইলের মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার শিকার এক নারীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রস্তাবে রাজি না হলে ওই নারীকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
এসআই সুরুজ্জামান মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী নারী গত ১৬ মে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। তিনি জানান, তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি তাঁর বাবার বাড়ি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে বসবাস করেন। দীর্ঘদিন ধরে একই গ্রামের আলেক মিয়া (৪৮) বিভিন্ন সময়ে তাঁকে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছেন। গত ২১ মার্চ ভোরে তিনি জোরপূর্বক তাঁর শ্লীলতাহানি করেন। এ সময় তিনি প্রতিবাদ করায় ইট দিয়ে আঘাত করে তাঁর বাম চোখসহ কপালে জখম করেন। বিষয়টি নিয়ে মির্জাপুর থানায় অভিযোগ দায়েরের পর এসআই সুরুজ্জামান মামলাটি রেকর্ডের জন্য তাঁর কাছ থেকে প্রথমে পনেরো হাজার টাকা এবং পরবর্তীতে আরও ২৩ হাজার টাকাসহ সর্বমোট আটত্রিশ হাজার টাকা নেন।
পরবর্তীতে ধর্ষণচেষ্টার অভিযোগকে যথাযথ ধারায় রেকর্ড না করে সাধারণ মারামারি ধারায় রেকর্ড করেন। এরপর ওই এসআই মোবাইলে ও তাঁর ইমোতে ফোন করে আপত্তিকর প্রস্তাব দেন। আপত্তিকর প্রস্তাবে রাজি না হলে মাদকের মামলা দিয়ে তাঁকে কোর্টে চালান করে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে হুমকিমূলক কথাবার্তা বলেন।
ভুক্তভোগী নারীর মা বলেন, এসপি অফিসে অভিযোগ করার পর মামলা বাবদ ঘুষ নেওয়া ৩৮ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা ওই এসআই ফেরত দিয়ে যায়। বাকি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সিনিয়র স্যাররা তদন্ত করবে, তদন্ত করলেই সঠিক ঘটনা বেরিয়ে আসবে।’
এ বিষয়ে অভিযুক্ত এসআই সুরুজ্জামান বলেন, ‘অভিযোগের বিষয়ে পরে শুনেছি এবং দেখেছি। যে মামলা সম্পর্কে ওই নারী অভিযোগ করেছিল, সেই মামলাও আপস করে নিয়েছে। এ ছাড়া আমার বিরুদ্ধে পুলিশ সুপার বরাবার যে অভিযোগ করেছিল, সেটাও প্রত্যাহার করে নিয়েছেন।’
তবে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘অভিযোগের বিষয়টি আমার জানা নেই।’
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
১০ মিনিট আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১০ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১০ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১১ ঘণ্টা আগে