নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিটি করপোরেশন কর্তৃপক্ষ সবকিছু জেনেও পরিবেশকে ধ্বংস করার খেলায় মেতেছে। উন্নয়ন প্রয়োজন, তবে তা পরিবেশ-প্রকৃতি ধ্বংস করে নয়। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ধানমন্ডি সাতমসজিদ সড়কে সড়ক বিভাজক সম্প্রসারণের নামে কয়েক শ দেশীয় প্রজাতির গাছ কাটার প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাহাতাবুন নেসা। তিনি বলেন, সৌন্দর্যবর্ধনের নামে রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়ক বিভাজকের গাছ কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মহিলা পরিষদ এই আত্মঘাতী পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করছে এবং পরিবেশ বিধ্বংসী নীতি থেকে সরে আসার জোর দাবি জানাচ্ছে।
বক্তারা বলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে প্রাকৃতিক দুর্যোগ সংঘটনের হার বহুগুণে বৃদ্ধি পেয়েছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। বিভিন্ন সেমিনারে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব ও প্রতিকারে সরকারি কর্মকর্তারা বিদেশ সফর করেন। তবু নিজ দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা তেমন কার্যকরী নয়। প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের কোথাও উন্নয়নের জন্য গাছ কাটা হয় না। গাছ রেখে কীভাবে নগরের উন্নয়ন করা যায় সে জন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বৃক্ষরোপণে সিটি করপোরেশনকে উদ্যোগ গ্রহণ করাসহ ১০ দফা প্রস্তাব জানানো হয়। বক্তারা বলেন, উন্নয়নের দোহাই দিয়ে শুধু গাছই নয়, ইচ্ছেমতো নদীও ভরাট করা হচ্ছে। নগর উন্নয়নের নামে দরকারি গাছগুলো কেটে কোথায়, কার উন্নতি ঘটছে সে প্রশ্ন রাখেন বক্তারা। এ সময় বক্তারা শহরের পরিবেশকে উত্তপ্ত করার অপপ্রয়াস বন্ধ করে নয়নাভিরাম প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে নির্বিচারে গাছ কাটা বন্ধ করার দাবি জানান।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ সবকিছু জেনেও পরিবেশকে ধ্বংস করার খেলায় মেতেছে। উন্নয়ন প্রয়োজন, তবে তা পরিবেশ-প্রকৃতি ধ্বংস করে নয়। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ধানমন্ডি সাতমসজিদ সড়কে সড়ক বিভাজক সম্প্রসারণের নামে কয়েক শ দেশীয় প্রজাতির গাছ কাটার প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাহাতাবুন নেসা। তিনি বলেন, সৌন্দর্যবর্ধনের নামে রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়ক বিভাজকের গাছ কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মহিলা পরিষদ এই আত্মঘাতী পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করছে এবং পরিবেশ বিধ্বংসী নীতি থেকে সরে আসার জোর দাবি জানাচ্ছে।
বক্তারা বলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে প্রাকৃতিক দুর্যোগ সংঘটনের হার বহুগুণে বৃদ্ধি পেয়েছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। বিভিন্ন সেমিনারে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব ও প্রতিকারে সরকারি কর্মকর্তারা বিদেশ সফর করেন। তবু নিজ দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা তেমন কার্যকরী নয়। প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের কোথাও উন্নয়নের জন্য গাছ কাটা হয় না। গাছ রেখে কীভাবে নগরের উন্নয়ন করা যায় সে জন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বৃক্ষরোপণে সিটি করপোরেশনকে উদ্যোগ গ্রহণ করাসহ ১০ দফা প্রস্তাব জানানো হয়। বক্তারা বলেন, উন্নয়নের দোহাই দিয়ে শুধু গাছই নয়, ইচ্ছেমতো নদীও ভরাট করা হচ্ছে। নগর উন্নয়নের নামে দরকারি গাছগুলো কেটে কোথায়, কার উন্নতি ঘটছে সে প্রশ্ন রাখেন বক্তারা। এ সময় বক্তারা শহরের পরিবেশকে উত্তপ্ত করার অপপ্রয়াস বন্ধ করে নয়নাভিরাম প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে নির্বিচারে গাছ কাটা বন্ধ করার দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৯ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১১ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে