শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে জমির শ্রেণি পরিবর্তন করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ বুধবার শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত মাদারীপুর কার্যালয়ের ছয় সদস্যের একটি দল। অভিযানে তারা বেশ কিছু গুরুতর অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে।
জানা গেছে, অনিয়ম-দুর্নীতির মধ্যে ২০২১ সালের ২৮ জুন শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে ৩১০৭/২১ নম্বর দলিল রেজিস্ট্রি করা হয়; যেখানে জমির শ্রেণি দোকানের পরিবর্তে বাগান লিখে দলিল রেজিস্ট্রি করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ পায় দুদক।
এ ছাড়া অভিযোগের মধ্যে রয়েছে—দলিলের ফির অতিরিক্ত অর্থ আদায়, নকল উত্তোলনে ২ থেকে ৩ গুণ টাকা আদায়, টাকার বিনিময়ে দাতা-গ্রহীতার নাম পরিবর্তন এবং জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি। দুদক টিম প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে।
এ বিষয়ে দুদক সমন্বিত মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, ‘বেশ কিছু অভিযোগের ভিত্তিতে আজকে (বুধবার) আমরা ছয় সদস্যের একটি টিম শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছি। এখানে সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগ রয়েছে, যেটা অত্যন্ত গুরুতর ও জনসম্পৃক্ত। দুর্নীতি দমন কমিশন মনে করে, এটা নির্মূল হওয়া দরকার।’
আক্তারুজ্জামান বলেন, ‘এর মধ্যে শ্রেণি পরিবর্তন করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ আমরা পেয়েছি। এ ছাড়া অবৈধভাবে অর্থ আদায়, দলিলে অতিরিক্ত অর্থ আদায়, নকল উত্তোলনে ২ থেকে ৩ গুণ টাকা আদায়, টাকার বিনিময়ে দলিলে দাতা-গ্রহীতার নাম পরিবর্তনের মতো গুরুতর অভিযোগ আমাদের কাছে রয়েছে। এ বিষয়ে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি। এগুলো যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে লিখিত প্রতিবেদন দাখিল করা হবে।’
এ বিষয়ে শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার মো. ওমর ফারুক বলেন, ‘দুদকের অভিযানকে আমরা স্বাগত জানাই। এই অফিসের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত আছে কি না, আমার জানা নেই। যদি কারও বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে জমির শ্রেণি পরিবর্তন করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ বুধবার শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত মাদারীপুর কার্যালয়ের ছয় সদস্যের একটি দল। অভিযানে তারা বেশ কিছু গুরুতর অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে।
জানা গেছে, অনিয়ম-দুর্নীতির মধ্যে ২০২১ সালের ২৮ জুন শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে ৩১০৭/২১ নম্বর দলিল রেজিস্ট্রি করা হয়; যেখানে জমির শ্রেণি দোকানের পরিবর্তে বাগান লিখে দলিল রেজিস্ট্রি করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ পায় দুদক।
এ ছাড়া অভিযোগের মধ্যে রয়েছে—দলিলের ফির অতিরিক্ত অর্থ আদায়, নকল উত্তোলনে ২ থেকে ৩ গুণ টাকা আদায়, টাকার বিনিময়ে দাতা-গ্রহীতার নাম পরিবর্তন এবং জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি। দুদক টিম প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে।
এ বিষয়ে দুদক সমন্বিত মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, ‘বেশ কিছু অভিযোগের ভিত্তিতে আজকে (বুধবার) আমরা ছয় সদস্যের একটি টিম শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছি। এখানে সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগ রয়েছে, যেটা অত্যন্ত গুরুতর ও জনসম্পৃক্ত। দুর্নীতি দমন কমিশন মনে করে, এটা নির্মূল হওয়া দরকার।’
আক্তারুজ্জামান বলেন, ‘এর মধ্যে শ্রেণি পরিবর্তন করে ৩৮ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ আমরা পেয়েছি। এ ছাড়া অবৈধভাবে অর্থ আদায়, দলিলে অতিরিক্ত অর্থ আদায়, নকল উত্তোলনে ২ থেকে ৩ গুণ টাকা আদায়, টাকার বিনিময়ে দলিলে দাতা-গ্রহীতার নাম পরিবর্তনের মতো গুরুতর অভিযোগ আমাদের কাছে রয়েছে। এ বিষয়ে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি। এগুলো যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে লিখিত প্রতিবেদন দাখিল করা হবে।’
এ বিষয়ে শরীয়তপুর সদর সাবরেজিস্ট্রার মো. ওমর ফারুক বলেন, ‘দুদকের অভিযানকে আমরা স্বাগত জানাই। এই অফিসের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত আছে কি না, আমার জানা নেই। যদি কারও বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৯ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৯ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২২ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২৩ মিনিট আগে