Ajker Patrika

দেলোয়ারের টিউলিপ বাগানে নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত

দেলোয়ারের টিউলিপ বাগানে নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত

গাজীপুরের শ্রীপুরে ফুলচাষি দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে গেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত পাওলা রোস সিনড্রেলা। আজ শুক্রবার সকালে শ্রীপুর পৌর শহরের কেওয়া পুর্বখন্ড গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ফুলচাষি দেলোয়ার হোসেনের বাহারি রঙের টিউলিপ বাগানে ঢোকেন ডাচ্‌ সহকারী রাষ্ট্রদূত। 

পরে তিনি বেশ কিছুক্ষণ টিউলিপ বাগানের চারপাশ ঘুরে ঘুরে দেখেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে টিউলিপ ফুল চাষে তাঁর রাষ্ট্রের পক্ষ থেকে সকল ধরনের কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।

প্রজেক্ট ব্যবস্থাপক সেলিনা হোসেন শেলী বলেন, সকাল সাড়ে দশটার দিকে ডাচ্ সহকারী রাষ্ট্রদূত আমাদের বাগান পরিদর্শনে আসেন। পরে তিনি খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন। ঘুরে দেখেন বাগানের চারপাশ। পরে দুপুরে আমাদের পারিবারিক পিঠা আয়োজনে তিনি যোগ দিয়ে আনন্দ প্রকাশ করেন। এ সময় তাঁর সঙ্গে নেদারল্যান্ডসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ফুলচাষি দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা তৃতীয়বারের মতো টিউলিপ ফোটাতে সক্ষম হয়েছি। প্রথমবার অল্প পরিসরে করলেও এবার একটু বড় পরিসরে করেছি। এবার আমাদের কাছ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ইউএসডির একটি প্রকল্প পিকেএসপি সংস্থার মাধ্যমে ৪০ হাজার বাল্ব (বীজ) নিয়ে বিভিন্ন খামারিদের মাধ্যমে টিউলিপ ফুল চাষ করাচ্ছে।

এ ছাড়া যশোর বিএডিসি আমাদের কাছ থেকে ৫ হাজার বাল্ব (বীজ) নিয়ে টিউলিপ ফুলের পরীক্ষামূলক চাষ করছে। এ ফুল চাষে আমাদের পক্ষ থেকে চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এবার আমরা ৭০ হাজার টিউলিপ বাল্ব (বীজ) নেদারল্যান্ডস থেকে সংগ্রহ করেছি। যার ২৫ হাজার আমাদের নিজেদের মৌমিতা ফ্লাওয়ার্সে রোপণ করেছি।’

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, সকালে নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে আসেন। এ সময় কৃষি অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এম বশির আহমের ও গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম সঙ্গে ছিলেন। এ সময় ডাচ্ সহকারী রাষ্ট্রদূত নানা সহায়তার আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত