Ajker Patrika

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মেঘদলের ৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মেঘদলের ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রায় দেড় দশক আগের তৈরি করা একটি গানের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মেঘদল ব্যান্ডের সাত সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত ২৮ অক্টোবর মামলাটি করেন ইমরুল হাসান নামে এক আইনজীবী। আদালত বাদীর জবানবন্দি নিয়ে আদেশের জন্য ৩১ অক্টোবর দিন নির্ধারণ করে দিয়েছিলেন। পরে আজ পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত।

মামলার আসামি সাতজন মেঘদল ব্যান্ডের সদস্য। তাঁরা হলেন–ভোকাল শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমন, গিটারিস্ট-ভোকাল রাশিদ শরীফ শোয়েব, বেজ গিটারিস্ট এম জি কিবরিয়া, ড্রামবাদক আমজাদ হোসেন, কিবোর্ডিস্ট তানভীর দাউদ রনি ও বাঁশিবাদক সৌরভ সরকার।

বাদী অভিযোগে বলেন, গত ২৬ অক্টোবর সকালে তিনি বাসায় বসে ইউটিউবে ঢুকলে মেঘদলের একটি গান দেখতে পান। ওই গানে মুসলিম সম্প্রদায়ের নবী হজরত মোহাম্মাদ (সা.) এর একটি দোয়া বা ইসলামি প্রার্থনা তথা তালবিয়া নিয়ে ইসলামে নিষিদ্ধ বাদ্য-বাজনা তথা আধুনিক যন্ত্র ব্যবহার করে বিকৃত সুরে গান আকারে অশ্রদ্ধার সঙ্গে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাতালের মতো করে গাওয়া হচ্ছে।

বাদীর অভিযোগ, এ দোয়া বা প্রার্থনা প্রতিটি মুসলিম মানুষের কাছে বিশুদ্ধ ও পবিত্র। এটি সাধারণত হজের সময় বিনয় ও শ্রদ্ধাভক্তির সঙ্গে পাঠ করা হয়। গানটি টিএসসিতে ভাস্কর্যের সামনে একটি অনুষ্ঠানে গাওয়া হয়েছে। এর পেছনে সাইনবোর্ড আকারে লেখা ছিল সহিংসতা। গানের মধ্যে আরও দেখা যায়, কালিমার অংশও গানের তালে পাঠ করা হয়েছে। ফলে গানটি তাঁর ধর্মানুভূতিতে আঘাত হেনেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত