নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনার পর ভবনটি ২০ ঘণ্টা যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল সোমবার থেকে বন্ধ রয়েছে ভবনের মার্কেট।
এদিকে ঘটনার পর আজ মঙ্গলবার সকালে ভবনটির বেসমেন্টের যেই জায়গায় আগুন লেগেছিল সেটিকে ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে আটকে দিয়েছে সিআইডি।
বেলা দেড়টায় বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
গতকাল সোমবার সন্ধ্যায় আগুন লাগে ভবনটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পরপরই ভবনটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। ঘটনার ২০ ঘণ্টা পরও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
দুপুর আড়াইটার দিকে ভবনটির এক কর্মকর্তা সালমান বলেন, ভবনটিতে এখনো কোনো বিদ্যুৎ নেই। মার্কেটের দোকানদার কর্মচারীরা তাঁদের দোকানে কাজ করছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। তবে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপাতত ক্রেতাদের প্রবেশও বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, সকালে সিআইডি এসে আগুনে পুড়ে যাওয়া স্থানটিতে ফিতা দিয়ে আটকে দিয়েছে। ভবনের সামনে আমরাও লোহার ব্যারিকেড দিয়ে রেখেছি।
দুপুর ১টায় সিরাজ সেন্টারে গিয়ে দেখা যায়, সামনের সড়কে যানচলাচল স্বাভাবিক। তবে ভবনটির ফুটপাত ঘেঁষে লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। ভবনটির প্রবেশমুখে কয়েকজন পুলিশ সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত। সামনে দিয়ে চলাচল করা উৎসুক জনতা ভবনটিকে দেখছেন, কেউ ছবিও তুলছেন। আর দোকানের কিছু কর্মচারী গেটের সামনেই দাঁড়িয়ে গল্প করছেন। আশপাশের ভবনগুলোর বেশ কিছু দোকান খুললেও এখনো সিরাজ সেন্টারের বিপরীত পাশের দোকানগুলো।
সেখানকার এক দোকান কর্মচারী জানান, মার্কেটের মালিক বলে গেছেন বিকেল ৫টা পর্যন্ত দোকান বন্ধ রাখতে। এরপর দোকান খোলা হবে। দোকানের মালিক থাকতে বলেছেন, তাই বসে আছেন তিনি।
সিরাজ সেন্টারের দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল আগুন লাগার পর ভবনটির সব দোকান বন্ধ রয়েছে। সকাল থেকে দোকানগুলোর মালিক ও কর্মচারীরা যারা আসছেন তাঁদের ভেতরের অবস্থা দেখার জন্য ঢুকতে দেওয়া হচ্ছে। ভবনের ভেতরে কোনো কিছু পুড়ে না গেলেও পানি, আগুনের ধোঁয়ায় কিছু মালামাল নষ্ট হয়েছে। সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। বিদ্যুৎ নেই। কখন দেয় জানা নেই। আরও দু-এক দিন মার্কেট বন্ধ থাকতে পারে বলেও জানান তাঁরা।
দুপুর ২টার দিকে সিরাজ সেন্টারের মালিককে ভবনের নিচে বসে থাকতে দেখা যায়। পরিচয় দিয়ে কথা বলার সময় তিনি বলেন, বাইরের বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লেগেছিল। ভবনের ভেতরে কোথাও আগুন লাগেনি।
একই ভবনে আবাসিক ও বাণিজ্যিক অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবাসিক ও বাণিজ্যিক উভয় হিসেবেই অনুমোদন নেওয়া। ভবনে অগ্নিনির্বাপণের সবকিছুই ছিল। কোনো কিছুর ঘাটতি থাকলে এখনো বসে থাকতে পারতাম না।
কথা বলা শেষে নাম জানতে চাইলে তিনি বলতে রাজি হননি।
রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনার পর ভবনটি ২০ ঘণ্টা যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল সোমবার থেকে বন্ধ রয়েছে ভবনের মার্কেট।
এদিকে ঘটনার পর আজ মঙ্গলবার সকালে ভবনটির বেসমেন্টের যেই জায়গায় আগুন লেগেছিল সেটিকে ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে আটকে দিয়েছে সিআইডি।
বেলা দেড়টায় বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
গতকাল সোমবার সন্ধ্যায় আগুন লাগে ভবনটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পরপরই ভবনটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। ঘটনার ২০ ঘণ্টা পরও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
দুপুর আড়াইটার দিকে ভবনটির এক কর্মকর্তা সালমান বলেন, ভবনটিতে এখনো কোনো বিদ্যুৎ নেই। মার্কেটের দোকানদার কর্মচারীরা তাঁদের দোকানে কাজ করছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। তবে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপাতত ক্রেতাদের প্রবেশও বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, সকালে সিআইডি এসে আগুনে পুড়ে যাওয়া স্থানটিতে ফিতা দিয়ে আটকে দিয়েছে। ভবনের সামনে আমরাও লোহার ব্যারিকেড দিয়ে রেখেছি।
দুপুর ১টায় সিরাজ সেন্টারে গিয়ে দেখা যায়, সামনের সড়কে যানচলাচল স্বাভাবিক। তবে ভবনটির ফুটপাত ঘেঁষে লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। ভবনটির প্রবেশমুখে কয়েকজন পুলিশ সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত। সামনে দিয়ে চলাচল করা উৎসুক জনতা ভবনটিকে দেখছেন, কেউ ছবিও তুলছেন। আর দোকানের কিছু কর্মচারী গেটের সামনেই দাঁড়িয়ে গল্প করছেন। আশপাশের ভবনগুলোর বেশ কিছু দোকান খুললেও এখনো সিরাজ সেন্টারের বিপরীত পাশের দোকানগুলো।
সেখানকার এক দোকান কর্মচারী জানান, মার্কেটের মালিক বলে গেছেন বিকেল ৫টা পর্যন্ত দোকান বন্ধ রাখতে। এরপর দোকান খোলা হবে। দোকানের মালিক থাকতে বলেছেন, তাই বসে আছেন তিনি।
সিরাজ সেন্টারের দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল আগুন লাগার পর ভবনটির সব দোকান বন্ধ রয়েছে। সকাল থেকে দোকানগুলোর মালিক ও কর্মচারীরা যারা আসছেন তাঁদের ভেতরের অবস্থা দেখার জন্য ঢুকতে দেওয়া হচ্ছে। ভবনের ভেতরে কোনো কিছু পুড়ে না গেলেও পানি, আগুনের ধোঁয়ায় কিছু মালামাল নষ্ট হয়েছে। সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। বিদ্যুৎ নেই। কখন দেয় জানা নেই। আরও দু-এক দিন মার্কেট বন্ধ থাকতে পারে বলেও জানান তাঁরা।
দুপুর ২টার দিকে সিরাজ সেন্টারের মালিককে ভবনের নিচে বসে থাকতে দেখা যায়। পরিচয় দিয়ে কথা বলার সময় তিনি বলেন, বাইরের বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লেগেছিল। ভবনের ভেতরে কোথাও আগুন লাগেনি।
একই ভবনে আবাসিক ও বাণিজ্যিক অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবাসিক ও বাণিজ্যিক উভয় হিসেবেই অনুমোদন নেওয়া। ভবনে অগ্নিনির্বাপণের সবকিছুই ছিল। কোনো কিছুর ঘাটতি থাকলে এখনো বসে থাকতে পারতাম না।
কথা বলা শেষে নাম জানতে চাইলে তিনি বলতে রাজি হননি।
পটুয়াখালীর কুয়াকাটায় এক আবাসিক হোটেলে পর্যটককে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবদলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী পর্যটকের নাম তুহিন। তিনি ঢাকার মিরপুর এলাকার শেওড়াপাড়ার আব্দুস সোবহানের ছেলে।
১ মিনিট আগেকিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের মফিজুর রহমান রোকন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাফিউন্নুর আকুঞ্জী শুভ (১৩) এক মাস ধরে নিখোঁজ। নিখোঁজ হওয়ার কিছুদিন পর তার বাবা শোয়েল আহমেদ আকুঞ্জী (সোহেল) বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
৬ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহাবুল ইসলাম সাবু নামের এক বিএনপি নেতার গুদাম থেকে ১১৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) বেলা ২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারের একটি গুদাম থেকে চালগুলো উদ্ধার করে প্রশাসন।
১ ঘণ্টা আগেবরিশালের ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা। মঙ্গলবার (৬ মে) সকালে ঝালকাঠি কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন কয়েক শ চাকরিপ্রত্যাশী।
১ ঘণ্টা আগে