Ajker Patrika

জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ অর্ধেক ফাঁকা হয়ে যাবে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২১: ১০
জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ অর্ধেক ফাঁকা হয়ে যাবে: শামীম ওসমান

ঠিকমতো জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর অর্ধেক ফাঁকা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আজ সোমবার সোনারগাঁয়ে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। 

শামীম ওসমান বলেন, ‘সকালে ঠিকমতো জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর অর্ধেক ফাঁকা হয়ে যাবে। অথচ তারা এখন কাচের ঘরের ভেতর থেকে আমাদের নিয়ে কথা বলে। আমাদের গালি দিক সমস্যা নাই। কিন্তু নারায়ণগঞ্জে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আর বঙ্গবন্ধুকে নিয়ে অকথ্য গালাগাল সহ্য করব না। এগুলো মেনে নেওয়ার মতো না।’ 

শামীম বলেন, ‘আমরা যারা ’৭৫-এর পরে রাজনীতিতে এসেছি, তারা শেখ হাসিনাকে মায়ের দৃষ্টিতে দেখি। ওরা আমাদের মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করবে, এটা অন্তত আমরা মেনে নেব না।’ 

সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘আমার মনে হয় এবার ঘণ্টা বাজানোর সময় এসেছে। কারণ, দেশের সব আন্দোলন শুরু হয়েছে নারায়ণগঞ্জ থেকে। তাই নারায়ণগঞ্জেই আমাদের ঘণ্টা বাজাতে হবে।’ 

নারায়ণগঞ্জে বিএনপির এক নেতাকে অশ্লীল শব্দে সম্বোধন করে শামীম ওসমান বলেন, ‘তিনি বলেছেন পুলিশ ছাড়া নামতে। আমি পুলিশের কাছে অনুরোধ করেছি, আপনাদের সব পুলিশ তাদের পক্ষে যান। তারপর ২৪ ঘণ্টার মধ্যে তাদের নারায়ণগঞ্জ ছাড়া করে দেব।’ 

১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে অনুষ্ঠেয় সমাবেশের বিষয়ে বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। সেদিন নারায়ণগঞ্জের মানুষ দেখিয়ে দেব আওয়ামী লীগের শক্তি। আমরা এমন আওয়াজ তুলব, যা সারা দেশে ছড়িয়ে পড়বে।’ 

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সহসভাপতি মাসুদুর রহমান মাসুমসহ উপজেলার জনপ্রতিনিধিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত