Ajker Patrika

রেলওয়ে নিয়োগ: প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ 

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৫৯
রেলওয়ে নিয়োগ: প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ 

৫ জুলাই রেলের উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তি ও পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে গাজীপুর মহানগরীতে মানববন্ধন–সমাবেশ হয়েছে। আজ রোববার গাজীপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন চাকরিপ্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। 

এর আগে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় (ডুয়েট) গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন দেড় থেকে দুই শ ডিপ্লোমা প্রকৌশলী। তাঁরা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। 

এ সময় বক্তারা বলেন, ‘আগামী দুই কার্যদিবসের মধ্যে বিতর্কিত সোহরাব কমিশনকে বরখাস্ত করতে হবে। দেশবরেণ্য শিক্ষাবিদ ও প্রশাসনের উচ্চস্তরে নিয়োজিত ছিল, বর্তমানে অবসরপ্রাপ্ত জুলাই বিপ্লবের চেতনা ধারণকারী নির্দলীয় নিষ্কলুষ ও নির্লোভ ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করতে হবে।’ 

তাঁরা আরও বলেন, ‘নবগঠিত কমিশনকে অতিসত্বর চাকরিপ্রত্যাশী তরুণ তরুণীদের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করে বিতর্কিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী ও অন্যান্য পরীক্ষা বাতিলপূর্বক কর্ম কমিশনকে মেধাবান্ধব ও যুগোপযোগী করে সংস্কার করতে হবে।’ 

এ ছাড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী ও অন্যান্য পরীক্ষার প্রশ্ন ফাঁস, দুর্নীতি ও অনিয়মের নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এ সময় মেহেদী হাসান, সাইফুল ইসলাম, নাঈম মিয়াসহ ডিপ্লোমা প্রকৌশলী চাকরিপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত