Ajker Patrika

কালীগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

গাজীপুরে কালীগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সমবয়সী অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে দুর্বাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মো. ইউসুফ সুনামগঞ্জ ধর্মপাশার চকিয়াচাপুর এলাকার প্রবাসী শেখ হাবিবুর রহমানের ছেলে। সে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত। 

শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুর-এ-এলাহী। 

নিহতের নানা মো. আশরাফুল আলম জানান, ইউসুফ দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে তার সমবয়সীদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তারা সেপটিক ট্যাংকের ওপর বসে খেলতে থাকে। ঢাকনাটি পুরোনো হওয়ায় তা ভেঙে ভেতরে পড়ে যায় ইউসুফ। তার সঙ্গে থাকা বাকিরা এসে বিষয়টি নানিকে জানালে তিনি ইউসুফকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এ ব্যাপারে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম বলেন, ‘খবর পেয়ে আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিক সুরতহাল নির্ণয় করে কোনো অভিযোগ না থাকায় নিহতের স্বজনের কাছে লাশটি হস্তান্তর করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত