নরসিংদী প্রতিনিধি
নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার হওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে নরসিংদী সদর থানা-পুলিশ। শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হওয়া যুবকের নাম ইসমাইল ইসলাম (৩৫)। তিনি সদর উপজেলার বুদিয়ামারা এলাকার মৃত বাদল মিয়ার ছেলে। অপরদিকে হেনস্তার স্বীকার ওই তরুণ-তরুণীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এর আগে, গত বুধবার (১৮ মে) সকাল সাড়ে পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ‘অশালীন পোশাক’ পরার অজুহাতে এক তরুণী ও তাঁর দুই বন্ধুকে হেনস্তা করে স্থানীয় এক নারী ও কয়েজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সকাল সাড়ে ৫টায় রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এক তরুণী ও তাঁর দুই বন্ধু। ওইসময় স্টেশনে অবস্থানরত মাঝবয়সী এক মহিলা তরুণীর পোশাক দেখে বাজে মন্তব্য করেন। ওই তরুণী সেটার জবাব দিলে মাঝবয়সী ওই মহিলার সঙ্গে তাঁর তর্ক হয়। তর্কের একপর্যায়ে ওই মহিলা তরুণীর গায়ে হাত তুলতে গেলে তাঁর দুই বন্ধু প্রতিবাদ করে। তখন স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন বখাটে তরুণীর দুই বন্ধুর সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে তরুণীকে টানাহেঁচড়া করেন ওই মহিলা। পরে তরুণী ও তাঁর দুই বন্ধু স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে রক্ষা নেন।
সবশেষ, সিসি ক্যামেরার ফুটেজ এবং মোবাইলে ধারণ করা ভিডিও দেখে শুক্রবার রাত ৯টার দিকে ইসমাইল ইসলাম নামের ওই যুবককে আটক করে নরসিংদী সদর থানা-পুলিশ। পরে তাঁকে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, ‘হেনস্তার শিকার ওই তরুণীর পরণে আধুনিক পোশাক ছিলো। ঘটনার দিন ভুক্তভোগীরা আমাদের কাছে লিখিত অভিযোগ করতে রাজি হয়নি। তবে শুক্রবার রাতে একজনকে আটক করেছি আমরা। ভুক্তভোগীদের একজনের খোঁজ পেয়েছি। তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ দিতে চাইবে কি-না, তা এখনো নিশ্চিত নই।’
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, ‘আমরা একজনকে আটক করে ভৈরব রেলওয়ে থানা-পুলিশের হাতে তুলে দিয়েছি। বাকি প্রক্রিয়া রেলওয়ে পুলিশ করবে।’
নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার হওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে নরসিংদী সদর থানা-পুলিশ। শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হওয়া যুবকের নাম ইসমাইল ইসলাম (৩৫)। তিনি সদর উপজেলার বুদিয়ামারা এলাকার মৃত বাদল মিয়ার ছেলে। অপরদিকে হেনস্তার স্বীকার ওই তরুণ-তরুণীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এর আগে, গত বুধবার (১৮ মে) সকাল সাড়ে পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ‘অশালীন পোশাক’ পরার অজুহাতে এক তরুণী ও তাঁর দুই বন্ধুকে হেনস্তা করে স্থানীয় এক নারী ও কয়েজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সকাল সাড়ে ৫টায় রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এক তরুণী ও তাঁর দুই বন্ধু। ওইসময় স্টেশনে অবস্থানরত মাঝবয়সী এক মহিলা তরুণীর পোশাক দেখে বাজে মন্তব্য করেন। ওই তরুণী সেটার জবাব দিলে মাঝবয়সী ওই মহিলার সঙ্গে তাঁর তর্ক হয়। তর্কের একপর্যায়ে ওই মহিলা তরুণীর গায়ে হাত তুলতে গেলে তাঁর দুই বন্ধু প্রতিবাদ করে। তখন স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন বখাটে তরুণীর দুই বন্ধুর সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে তরুণীকে টানাহেঁচড়া করেন ওই মহিলা। পরে তরুণী ও তাঁর দুই বন্ধু স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে রক্ষা নেন।
সবশেষ, সিসি ক্যামেরার ফুটেজ এবং মোবাইলে ধারণ করা ভিডিও দেখে শুক্রবার রাত ৯টার দিকে ইসমাইল ইসলাম নামের ওই যুবককে আটক করে নরসিংদী সদর থানা-পুলিশ। পরে তাঁকে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, ‘হেনস্তার শিকার ওই তরুণীর পরণে আধুনিক পোশাক ছিলো। ঘটনার দিন ভুক্তভোগীরা আমাদের কাছে লিখিত অভিযোগ করতে রাজি হয়নি। তবে শুক্রবার রাতে একজনকে আটক করেছি আমরা। ভুক্তভোগীদের একজনের খোঁজ পেয়েছি। তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ দিতে চাইবে কি-না, তা এখনো নিশ্চিত নই।’
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, ‘আমরা একজনকে আটক করে ভৈরব রেলওয়ে থানা-পুলিশের হাতে তুলে দিয়েছি। বাকি প্রক্রিয়া রেলওয়ে পুলিশ করবে।’
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে