Ajker Patrika

শতভাগ উৎসব ভাতার দাবিতে প্রেস ক্লাবে শিক্ষকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৭: ৫৭
শতভাগ উৎসব ভাতার দাবিতে প্রেস ক্লাবে শিক্ষকদের অবস্থান

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপহার হিসেবে সরকারের কাছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতার দাবি জানিয়েছে ‘শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি’। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ৩৬ ঘণ্টার অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। 

‘শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি’র ব্যানারে অবস্থান কর্মসূচির আয়োজন করেছে ১৩টি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংগঠন। 

অবস্থান কর্মসূচি থেকে বলা হয়, গত ১৮ বছর ধরে এমপিওভুক্ত শিক্ষকেরা ২৫ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন, যা অমানবিক। মাধ্যমিক পর্যায়ের এন্ট্রি লেভেলের একজন শিক্ষক ১২ হাজার ৫০০ টাকা স্কেলে উৎসব ভাতা পান ৩ হাজার ১২৫ টাকা। মাদ্রাসার একজন ইবতেদায়ি পর্যায়ের শিক্ষক ৯ হাজার ৩০০ টাকা স্কেলে উৎসব ভাতা পান ২ হাজার ৩২৫ টাকা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে কোনো শিক্ষক, কর্মচারীর পক্ষেই এত অল্প টাকা নিয়ে স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে আনন্দের সঙ্গে ঈদ উদ্‌যাপন করা সম্ভব নয়। 

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদানের ঘোষণা ও পরিপত্র জারি করে তাঁদের ঘরে ফেরাতে পারেন।’ 

 ‘শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি’ শতভাগ উৎসব ভাতার দাবিতে গত ঈদুল ফিতরের নামাজ জাতীয় প্রেস ক্লাবে আদায় করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গত বাজেট সেশনের আগে অর্ধশতাধিক সাংসদ ও মন্ত্রীকে স্মারকলিপি দিয়ে শতভাগ উৎসব ভাতার বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের জন্য অনুরোধ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ ছয় সাংসদ বিষয়টি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাতীয় সংসদে উপস্থাপন করেন। তাঁরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। কিন্তু আজ অবধি এর কোনো সুরাহা হয়নি। 

অবস্থান কর্মসূচির আয়োজন করা সংগঠনগুলো হচ্ছে—বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (ড. ইদ্রিছ জসিম), বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম, বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতি, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী জাতীয়করণ মঞ্চ, বাংলাদেশ সাধাসিক কারিগরি শিক্ষক পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিত (আ মান্নাফ-প্রিন্স), বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমাজ এবং বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফেডারেশন। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক অধ্যক্ষ জসিম উদ্দিন আহম্মদ, মহাসচিব উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদের সহসভাপতি শাহ আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত