Ajker Patrika

নাশকতার মামলায় সাজা বাতিল, বেকসুর খালাস বিএনপি নেতা আলতাফ

আলতাফ হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত
আলতাফ হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

গুলশান থানার নাশকতার মামলায় কারাদণ্ডের রায় বাতিল করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১ ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবুল কাশেম এই আদেশ দেন বলে দণ্ডিতের আইনজীবী মো. বোরহান উদ্দিন নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাকে ২১ মাসের কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। এরপর আলতাফের পক্ষে খালাস চেয়ে আপিল করা হয়। আপিল শুনানি শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।

মামলার নথি থেকে জানা গেছে, আসামিরা ২০১১ সালের ৪ জুন গুলশান থানাধীন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর বিএনপি’র নেতা-কর্মীরা অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।

২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ২৫ এপ্রিল এ মামালায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চালাকালীন আদালত ১২ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত