বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি শ্রমিক লীগের নেতা আজিজ মহাজন (৪৫) খুনের ২৪ ঘণ্টার মধ্যে একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার দিবাগত রাতে কালুখালীর কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর আগে গত রোববার উপজেলার কোনাগ্রামের তিন রাস্তার মোড়ে এলাকায় শ্রমিক লীগের ওই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে গতকাল সোমবার থানায় ২৪ জনের নামোল্লেখসহ আরও ৮–৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আব্দুর রহমান।
গ্রেপ্তাররা হলেন উপজেলার কোনাগ্রামের শাহাদাত মণ্ডল (৬৫), তার দুই ছেলে মো. রাফি মণ্ডল (৩২) ও মো. মেহেদী হাসান দিপু (৩০)।
র্যাব–১০ এর কোম্পানি অধিনায়ক লে কমান্ডার কে এম শাইখ আকতার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত আজিজ মহাজনের সঙ্গে আসামিদের আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে গ্রেপ্তার আসামিরাসহ ৩২-৩৩ জন মিলে আজিজ মহাজনকে হত্যার পরিকল্পনা করে। পরে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় আজিজ মোটরসাইকেলে করে তার ভাইয়ের বাসা থেকে নিজ বাড়িতে রওনা করেন। পথে কোনাগ্রাম এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৩২-৩৩ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে গুরুতর জখম করে।
লে কমান্ডার কে এম শাইখ আকতার আরও বলেন, এ সময় আজিজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত ১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় র্যাব অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে আটক করে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
রাজবাড়ীর বালিয়াকান্দি শ্রমিক লীগের নেতা আজিজ মহাজন (৪৫) খুনের ২৪ ঘণ্টার মধ্যে একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার দিবাগত রাতে কালুখালীর কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর আগে গত রোববার উপজেলার কোনাগ্রামের তিন রাস্তার মোড়ে এলাকায় শ্রমিক লীগের ওই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে গতকাল সোমবার থানায় ২৪ জনের নামোল্লেখসহ আরও ৮–৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আব্দুর রহমান।
গ্রেপ্তাররা হলেন উপজেলার কোনাগ্রামের শাহাদাত মণ্ডল (৬৫), তার দুই ছেলে মো. রাফি মণ্ডল (৩২) ও মো. মেহেদী হাসান দিপু (৩০)।
র্যাব–১০ এর কোম্পানি অধিনায়ক লে কমান্ডার কে এম শাইখ আকতার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত আজিজ মহাজনের সঙ্গে আসামিদের আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে গ্রেপ্তার আসামিরাসহ ৩২-৩৩ জন মিলে আজিজ মহাজনকে হত্যার পরিকল্পনা করে। পরে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় আজিজ মোটরসাইকেলে করে তার ভাইয়ের বাসা থেকে নিজ বাড়িতে রওনা করেন। পথে কোনাগ্রাম এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৩২-৩৩ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে গুরুতর জখম করে।
লে কমান্ডার কে এম শাইখ আকতার আরও বলেন, এ সময় আজিজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত ১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় র্যাব অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে আটক করে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১৪ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৪২ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে