Ajker Patrika

ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষা আজ, আসনপ্রতি ৫৭ জন

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২২, ১৪: ২৯
ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষা আজ, আসনপ্রতি ৫৭ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত (৩০ মিনিট) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ‘চ’ ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে মোট আবেদনকারী ৭ হাজার ৩৫৭ জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৫৭ জন। 

এদিকে, পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধায় ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

‘চ’ ইউনিট শুধু চারুকলা অনুষদ নিয়ে গঠিত। এই অনুষদের বিভাগগুলো হলো অঙ্কন ও চিত্রায়ণ, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প, প্রিন্টমেকিং, প্রাচ্যকলা, শিল্পকলার ইতিহাস, মৃৎশিল্প ইত্যাদি।

এই ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের। দুটি অংশে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটি হলো সাধারণ জ্ঞান (বহুনির্বাচনী)। এ অংশে রয়েছে ৪০ নম্বর। অন্যটি হলো অঙ্কন (ফিগার ড্রয়িং)। এতে রয়েছে ৬০ নম্বর। সাধারণ জ্ঞান অংশের পরীক্ষাটি পরীক্ষার্থীর আবেদন ফরমে পছন্দ করা বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় অংশের অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষার তারিখ সাধারণ জ্ঞান পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত