Ajker Patrika

জুলাই শক্তির মধ্যে ফাটলের চেষ্টায় ভারতীয় এজেন্টরা: জুলাই ঐক্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুক্রবার (২৩ মে) রাতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে জুলাই ঐক্য। ছবি: সংগৃহীত
শুক্রবার (২৩ মে) রাতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে জুলাই ঐক্য। ছবি: সংগৃহীত

ভারতীয় এজেন্টরা জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল সৃষ্টি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সংগঠনগুলোর প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। শুক্রবার (২৩ মে) রাতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে সংগঠনটি। আগামীকাল রোববার বেলা সাড়ে ৩টায় প্রতিবাদ সমাবেশ করার ঘোষণাও দেয় তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। কর্মসূচি ঘোষণা করেন সংগঠক এ বি জোবায়ের।

জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে দাবি করে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘ভারতীয় প্রক্সি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। গতকাল (বৃহস্পতিবার) আমরা দেখেছি বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইয়ের রক্তের ওপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।’

সংস্কারে রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করছে না উল্লেখ করে এই সংগঠক বলেন, ‘রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে জুলাইয়ের সরকারের গলা টিপে ধরছে। ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম তৈরি করা হলো, তখন থেকেই জুলাই শক্তির মধ্যে ফাটল ধরল। আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই।’

মোসাদ্দেক আলী বলেন, ‘অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেশ ও দেশের বাইরে থেকে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ভারতের সঙ্গে মিলে শেখ হাসিনা বাংলাদেশে রাজনৈতিক শৃঙ্খলা নষ্ট করছে। ভারতীয় এজেন্টরা জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের ঘোষণার পর ভারতপন্থী দলগুলো পাগলের মতো ছোটাছুটি শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘একদিকে ভারত, অন্যদিকে দেশে থাকা দিল্লিপন্থীরা সরকারকে চাপ দিচ্ছে। আমরা ভারতীয় প্রক্সিদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই—৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাঁদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ভার নিতে হবে।’

এই সংগঠক বলেন, প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করতে উপদেষ্টা পরিষদের আমূল পরিবর্তন প্রয়োজন বলে মনে করে জুলাই ঐক্য। তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদের যেসব সদস্য ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছেন, তাঁদের চিহ্নিত করে দ্রুত বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা জুলাই ঐক্য থেকে ঘোষণা দিতে চাই—জন্মভূমির স্বার্থে জুলাই যোদ্ধারা আবারও রক্ত দিতে প্রস্তুত। আগ্রাসন রুখতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই জুলাই ঐক্যের পথ চলা।’

কর্মসূচি ঘোষণা করে এ বি জোবায়ের বলেন, ২৫ মে রোববার বেলা সাড়ে ৩টায় জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগে প্রতিবাদ সমাবেশ। আজ শনিবার থেকে ৩০ মে পর্যন্ত জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে অনলাইন ও অফলাইনে প্রচারণা চালানোর কথা জানান জোবায়ের।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন একতার বাংলাদেশের প্লাবন তারেক, আপ বাংলাদেশের প্রতিনিধি আব্দুল্লাহ আল মিনহাজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

দেশে ফিরলেন আওয়ামী লীগ নেতা, বিমানবন্দরে গ্রেপ্তার

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

চিকিৎসকের ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত