Ajker Patrika

সব মাদ্রাসায় ঝোলাতে হবে নামফলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২২, ১৭: ২৪
সব মাদ্রাসায় ঝোলাতে হবে নামফলক

নাম-ঠিকানাসংবলিত কোনো সাইনবোর্ড (নামফলক) না থাকায় দেশের অধিকাংশ মাদ্রাসার অবস্থান জানা কঠিন হয়ে পড়ে। সঠিক অবস্থান না জানার কারণে অনেক সময় যাঁরা পরিদর্শনে যান তাঁদেরও নানা জটিলতায় পড়তে হয়। এই সমস্যা সমাধানে এসব মাদ্রাসায় নাম-ঠিকানাসহ সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

মঙ্গলবার (১৭ মে) মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশনায় বলা হয়েছে, নামফলক না থাকায় মাদ্রাসাগুলো পরিদর্শন অথবা দাপ্তরিক প্রয়োজনে সঠিক অবস্থান নির্ণয় করা কষ্টসাধ্য হয়ে পড়ে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের দিকনির্দেশক বা সাইনবোর্ড দৃশ্যমান স্থানে থাকলেও অধিকাংশ মাদ্রাসায় তা দেখা যায় না। এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম-ঠিকানাসংবলিত সাইনবোর্ড স্থাপনের বিষয়ে সরকারি নির্দেশনাও রয়েছে।

এ কারণে দেশের সব কামিল/ফাজিল/আলিম/দাখিল/ইবতেদায়ি মাদ্রাসার মূল ভবন ও প্রবেশপথে নাম-ঠিকানাসংবলিত সাইনবোর্ড ঝোলাতে বলা হয়েছে। একই সঙ্গে বড় রাস্তার পাশে কিংবা দৃশ্যমান স্থানে দিকনির্দেশক চিহ্নসহ মাদ্রাসার নাম-ঠিকানাসংবলিত সাইনবোর্ড স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত