Ajker Patrika

হাসপাতালে রোগী ও স্বজনদের মারধরের অভিযোগ, আনসার সদস্যকে অব্যাহতি

মানিকগঞ্জ প্রতিনিধি
মারধরে আহত ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
মারধরে আহত ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁর স্বজনকে মারধরের অভিযোগ উঠেছে দায়িত্বরত নূর ইসলাম নামের এক আনসার সদস্যর বিরুদ্ধে। আজ শনিবার দুপরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনসার সদস্য নূর ইসলামকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের আন্দারমানিক বেড়িকাটা এলাকার আল আমীন হোসেনের স্ত্রী শেফালী আক্তার (২৫) ও শেফালীর বড় ভাইয়ের স্ত্রী মনি আক্তার (২৭।

আহত মনি আক্তার জানান, শারীরিক দুর্বলতা ও ডায়াবেটিসজনিত সমস্যায় গতকাল শুক্রবার সকালে শেফালী আক্তারকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা নিয়ে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। আজ দুপরের দিকে শেফালী নারী ওয়ার্ড থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে পুরুষ ওয়ার্ডের সামনে খালি চেয়ারে বসে বিশ্রাম নেন। এ সময় আনসার সদস্য নূর ইসলাম গিয়ে শেফালীকে সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়।

একপর্যায়ের শেফালীর ভাবি মনি আক্তার এগিয়ে এলে আনসার সদস্য তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তাঁর হাত ও পায়ে জখম হয়। এরপর শেফালী আক্তার প্রতিবাদ করলে নূর ইসলাম শেফালীর পেটে লাথি দিয়ে ফেলে মারধর করেন। পরে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে নারী ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তাঁরা ওই হাসপাতালের নারী ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

জানতে চাইলে অভিযুক্ত আনসার সদস্য নূর ইসলাম বলেন, ‘রোগীসহ তাঁর স্বজনদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। রোগী ও তাঁর স্বজনেরা উল্টো আমাকে মারধর করেছেন।’ কিন্তু ঘটনার সঙ্গে জড়িত না থাকলেও দায়িত্ব থেকে অব্যাহতি কেন দিল, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আনসার সদস্যদের ঊর্ধ্বর্তন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। তাঁরা আশ্বাস দিয়েছেন। তদন্তসাপেক্ষে ঘটনার প্রমাণ হলে অভিযুক্ত আনসার সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত