উত্তরা (ঢাকা) প্রতিনিধি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বাংলাদেশ বিমান এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের হ্যাঙ্গারে রোববার (৩ জুলাই) রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ও বোয়িং ৭৩৭ উড়োজাহাজের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই উড়োজাহাজেরই ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সিঙ্গাপুর থেকে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি রোববার বিমানবন্দরে আসে। যাত্রী নামিয়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারের দিকে নেওয়া হচ্ছিল। ওই সময় হ্যাঙ্গারে থাকা আরেকটি ৭৩৭ উড়োজাহাজের পাখার সঙ্গে লেগে যায়। এতে ৭৮৭ ড্রিমলাইনারের ডান পাশের পাখা এবং ৭৩৭ উড়োজাহাজের বাম পাশের পাখা ক্ষতিগ্রস্ত হয়।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনার পরপরই বিমানের প্রকৌশল বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে জানতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে তাঁদের খুদে বার্তা পাঠানো হলেও তাঁরা কোন জবাব দেননি।
এদিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দায়িত্বরত কর্মকর্তা হারুন আজকের পত্রিকাকে বলেন, ‘একটি বিমান হ্যাঙ্গারে দাঁড়ানো ছিল। আরেকটি বিমান যখন হ্যাঙ্গারে নিয়ে যায় তখন একটির পাখার সঙ্গে আরেকটির পাখার ধাক্কা লাগে। এতে ছোট উড়োজাহাজের পাখা বাঁকা হয়ে গেছে। বড় উড়োজাহাজের কিছু হয়নি। এমনিতে লোকজনের কোন ক্ষয়ক্ষতি হয় নাই।’
এর আগে একইভাবে একটি উড়োজাহাজ হ্যাঙ্গারে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরেকটি উড়োজাহাজ ঢোকানোর সময় গত ১০ এপ্রিল একই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটে। তাতে বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় গত ১১ মে বিমানের মুখ্য প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, সৈয়দ বাহারুল ইসলাম, সেলিম হোসেন খান এবং জিএসই অপারেটর মো. হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
একের পর এক দুর্ঘটনা প্রসঙ্গে বিমানের প্রকৌশল বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত প্রশিক্ষণের অভাব ও লোকবল সংকটের কারণে বাড়তি চাপ নিয়ে অতিরিক্ত ডিউটির কারণে এসব দুর্ঘটনা ঘটছে।’ জনবল বাড়ালে এবং নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করা হলে এসব অসাবধানতাবশত দুর্ঘটনা কমে আসবে বলে মনে করেন তিনি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বাংলাদেশ বিমান এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের হ্যাঙ্গারে রোববার (৩ জুলাই) রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ও বোয়িং ৭৩৭ উড়োজাহাজের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই উড়োজাহাজেরই ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সিঙ্গাপুর থেকে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি রোববার বিমানবন্দরে আসে। যাত্রী নামিয়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারের দিকে নেওয়া হচ্ছিল। ওই সময় হ্যাঙ্গারে থাকা আরেকটি ৭৩৭ উড়োজাহাজের পাখার সঙ্গে লেগে যায়। এতে ৭৮৭ ড্রিমলাইনারের ডান পাশের পাখা এবং ৭৩৭ উড়োজাহাজের বাম পাশের পাখা ক্ষতিগ্রস্ত হয়।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনার পরপরই বিমানের প্রকৌশল বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে জানতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে তাঁদের খুদে বার্তা পাঠানো হলেও তাঁরা কোন জবাব দেননি।
এদিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দায়িত্বরত কর্মকর্তা হারুন আজকের পত্রিকাকে বলেন, ‘একটি বিমান হ্যাঙ্গারে দাঁড়ানো ছিল। আরেকটি বিমান যখন হ্যাঙ্গারে নিয়ে যায় তখন একটির পাখার সঙ্গে আরেকটির পাখার ধাক্কা লাগে। এতে ছোট উড়োজাহাজের পাখা বাঁকা হয়ে গেছে। বড় উড়োজাহাজের কিছু হয়নি। এমনিতে লোকজনের কোন ক্ষয়ক্ষতি হয় নাই।’
এর আগে একইভাবে একটি উড়োজাহাজ হ্যাঙ্গারে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরেকটি উড়োজাহাজ ঢোকানোর সময় গত ১০ এপ্রিল একই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটে। তাতে বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় গত ১১ মে বিমানের মুখ্য প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, সৈয়দ বাহারুল ইসলাম, সেলিম হোসেন খান এবং জিএসই অপারেটর মো. হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
একের পর এক দুর্ঘটনা প্রসঙ্গে বিমানের প্রকৌশল বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত প্রশিক্ষণের অভাব ও লোকবল সংকটের কারণে বাড়তি চাপ নিয়ে অতিরিক্ত ডিউটির কারণে এসব দুর্ঘটনা ঘটছে।’ জনবল বাড়ালে এবং নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করা হলে এসব অসাবধানতাবশত দুর্ঘটনা কমে আসবে বলে মনে করেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১২ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
২০ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
৩৩ মিনিট আগে