Ajker Patrika

গাজী টায়ার্সে লুটপাট চালানো সাত ব্যক্তিকে সাজা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
গাজী টায়ার্সে লুটপাট চালানো সাত ব্যক্তিকে সাজা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে সাত লুটপাটকারীকে আটক করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া করেছে। 

আজ রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ওবাইদুর রহমান সালেহ এই সাজা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হক। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—রূপগঞ্জের পাড়াগাঁও এলাকার মোতাবর হোসেনের ছেলে আব্দুস সাত্তার (২২), খাদুন এলাকার ফজলুল হকের ছেলে খোরশেদ আলম (২১), তাদির ইসলামের ছেলে ইব্রাহিম (২৫), আতাবর রহমানের ছেলে মাহবুব হোসেন (৩৫), তারাব এলাকার আলেব শেখের ছেলে সিরাজ (৩২), মোগড়াকুল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মোতালিব (৪৮), আব্দুর রশিদের ছেলে সুমন (৩০)। 

এর আগে সকালে গাজী টায়ার্সের কারখানায় লুটপাটকারীদের ধরতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় হাতেনাতে ধরা হয় তাঁদের।

জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, কারখানার ভেতর লুটপাটকারীদের ধরতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কারখানার ভেতরে লুট ঠেকাতে অভিযান চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত