নরসিংদী প্রতিনিধি
নিজ বাসায় দুর্বৃত্তের গুলিতে আহত নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান (৭৫) মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন মাস পর গতকাল বুধবার বিকেলে তাঁর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার দুপুরে শিবপুরের মজলিশপুরের গ্রামের বাড়ির সামনের মাঠে তাঁর জানাজা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা হিসেবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে হারুন অর রশিদকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে স্বজনেরা জানিয়েছেন।
জানাজায় হারুন অর রশিদের ভাতিজা নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, ভাতিজা ফজলে রাব্বি খান, ছেলে মো. আমিনুর রশীদ খান তাপস বক্তব্য দেন। এ সময় ছেলে তাপস স্থানীয় প্রশাসনের কাছে তাঁর বাবা হারুন অর রশিদ খান হত্যার বিচার দাবি করেন। অন্যথায় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানান। এ সময় তিনি মামলার আসামিদের মদতদাতাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
জানাজায় নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গত ২৫ ফেব্রুয়ারি সকালে শিবপুর উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খান। পরে তাঁকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক মাস পর উন্নত চিকিৎসার জন্য গত ১৩ এপ্রিল ভারতের দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার শেষে ১ মে দেশে নিয়ে আসা হয়। ৭ মে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে তাঁর মৃত্যু হয়।
গুলির ঘটনার দুই দিন পর উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে মো. আমিনুর রশীদ খান তাপস বাদী হয়ে শিবপুর থানায় মামলা করেন। মামলায় শিবপুরের পুটিয়া এলাকার আরিফ সরকারকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়। মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের মধ্যে নূর মোহাম্মদ নামের একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। প্রধান আসামিসহ চারজন দুবাইয়ে অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ।
নিজ বাসায় দুর্বৃত্তের গুলিতে আহত নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান (৭৫) মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন মাস পর গতকাল বুধবার বিকেলে তাঁর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার দুপুরে শিবপুরের মজলিশপুরের গ্রামের বাড়ির সামনের মাঠে তাঁর জানাজা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা হিসেবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে হারুন অর রশিদকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে স্বজনেরা জানিয়েছেন।
জানাজায় হারুন অর রশিদের ভাতিজা নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, ভাতিজা ফজলে রাব্বি খান, ছেলে মো. আমিনুর রশীদ খান তাপস বক্তব্য দেন। এ সময় ছেলে তাপস স্থানীয় প্রশাসনের কাছে তাঁর বাবা হারুন অর রশিদ খান হত্যার বিচার দাবি করেন। অন্যথায় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানান। এ সময় তিনি মামলার আসামিদের মদতদাতাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
জানাজায় নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গত ২৫ ফেব্রুয়ারি সকালে শিবপুর উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খান। পরে তাঁকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক মাস পর উন্নত চিকিৎসার জন্য গত ১৩ এপ্রিল ভারতের দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার শেষে ১ মে দেশে নিয়ে আসা হয়। ৭ মে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে তাঁর মৃত্যু হয়।
গুলির ঘটনার দুই দিন পর উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে মো. আমিনুর রশীদ খান তাপস বাদী হয়ে শিবপুর থানায় মামলা করেন। মামলায় শিবপুরের পুটিয়া এলাকার আরিফ সরকারকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়। মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের মধ্যে নূর মোহাম্মদ নামের একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। প্রধান আসামিসহ চারজন দুবাইয়ে অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ।
বরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৭ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১০ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৯ মিনিট আগে