উত্তরা (ঢাকা) প্রতিনিধি
পারিবারিক দ্বন্দ্বে মায়ের কাছে থাকা সন্তানকে ফিরে পেতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অপহরণ মামলা করেন মার্কিন নাগরিক গ্যারিসন রবার্ট লুট্রেলের (৩৫)। ওই মামলায় পুলিশ চার বয়সী তাঁর ছেলে ফাতমির ওয়াল ইকরাম লুট্রেলকে উদ্ধার করেছে। পরে আদালতে পাঠানো হলে সন্তানকে মা ফারহানা করিমের জিম্মায় দেওয়া হয়েছে। বর্তমানে ফাতমির মায়ের কাছে রয়েছে।
আজ সোমবার ডিএমপির উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সাদ্দাম হোসেন ও উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।
উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমেরিকান নাগরিক গ্যারিসন রবার্ট লুট্রেল বাদী হয়ে গত ২৮ অক্টোবর একটি মামলা করেন। ওই মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ৬ নম্বর বাসা থেকে তাঁর ছেলে ফাতমির ওয়াল ইকরাম লুট্রেলকে গত ২৭ অক্টোবর বিকেল ৫টায় অপহরণ করা হয়েছে। এ ঘটনায় তিনি পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করে একটি মামলা করেন।’
এসি সাদ্দাম বলেন, ‘মামলার আসামিরা হলেন ছেলের নানা ফজলুল করিম, নানি রেজিনা করিম, খালা ফারজানা করিম, খালু মাহমুদুর রহমান ও তাঁদের গাড়ি চালক রাজ্জাক ও সবুজ। পরে গত শনিবার দিবাগত রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ৬ নম্বর বাসার সপ্তম তলা থেকে ভিকটিম ফাতমিরকে উদ্ধার করা হয়েছে।’
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ভিকটিমকে উদ্ধারের পর গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। পরে আদালত শিশু বাচ্চাটিকে তার মায়ের জিম্মায় প্রদান করেন।’
মামলার বিষয়ে পরিদর্শক নাজমুল বলেন, ‘আমেরিকান নাগরিক গ্যারিসন রবার্ট লুট্রেল ও ফারজানা করিম দম্পতির ছেলে ফাতমির। পারিবারিক কলহের কারণে গ্যারিসন রবার্ট ও ফারজানা করিমের ছাড়াছাড়ি হয়ে যায়। পরবর্তীকালে ওই আমেরিকান নাগরিক সন্তানকে নেওয়ার জন্য অপহরণ মামলা করেন।’
পারিবারিক দ্বন্দ্বে মায়ের কাছে থাকা সন্তানকে ফিরে পেতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অপহরণ মামলা করেন মার্কিন নাগরিক গ্যারিসন রবার্ট লুট্রেলের (৩৫)। ওই মামলায় পুলিশ চার বয়সী তাঁর ছেলে ফাতমির ওয়াল ইকরাম লুট্রেলকে উদ্ধার করেছে। পরে আদালতে পাঠানো হলে সন্তানকে মা ফারহানা করিমের জিম্মায় দেওয়া হয়েছে। বর্তমানে ফাতমির মায়ের কাছে রয়েছে।
আজ সোমবার ডিএমপির উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সাদ্দাম হোসেন ও উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।
উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমেরিকান নাগরিক গ্যারিসন রবার্ট লুট্রেল বাদী হয়ে গত ২৮ অক্টোবর একটি মামলা করেন। ওই মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ৬ নম্বর বাসা থেকে তাঁর ছেলে ফাতমির ওয়াল ইকরাম লুট্রেলকে গত ২৭ অক্টোবর বিকেল ৫টায় অপহরণ করা হয়েছে। এ ঘটনায় তিনি পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করে একটি মামলা করেন।’
এসি সাদ্দাম বলেন, ‘মামলার আসামিরা হলেন ছেলের নানা ফজলুল করিম, নানি রেজিনা করিম, খালা ফারজানা করিম, খালু মাহমুদুর রহমান ও তাঁদের গাড়ি চালক রাজ্জাক ও সবুজ। পরে গত শনিবার দিবাগত রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ৬ নম্বর বাসার সপ্তম তলা থেকে ভিকটিম ফাতমিরকে উদ্ধার করা হয়েছে।’
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ভিকটিমকে উদ্ধারের পর গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। পরে আদালত শিশু বাচ্চাটিকে তার মায়ের জিম্মায় প্রদান করেন।’
মামলার বিষয়ে পরিদর্শক নাজমুল বলেন, ‘আমেরিকান নাগরিক গ্যারিসন রবার্ট লুট্রেল ও ফারজানা করিম দম্পতির ছেলে ফাতমির। পারিবারিক কলহের কারণে গ্যারিসন রবার্ট ও ফারজানা করিমের ছাড়াছাড়ি হয়ে যায়। পরবর্তীকালে ওই আমেরিকান নাগরিক সন্তানকে নেওয়ার জন্য অপহরণ মামলা করেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
২ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
২ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৮ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১৪ মিনিট আগে