Ajker Patrika

আশুলিয়ায় ছুরিকাঘাতে পোশাকশ্রমিক খুন, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সাভার(ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারী পোশাকশ্রমিক খুনের প্রতিবাদে আজ সোমবার নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। ছবি: আজকের পত্রিকা
সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারী পোশাকশ্রমিক খুনের প্রতিবাদে আজ সোমবার নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুবর্ণা (৩৫) এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি খুন হন। এর জের ধরে আজ সোমবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা।

জানা গেছে, সুবর্ণা আশুলিয়ার কবিরপুর এলাকার তানজিলা টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। রোববার দিবাগত রাত ৩টার দিকে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে আজ সকাল সাড়ে ৮টার দিকে কবিরপুর এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন কারখানাটির বিক্ষুব্ধ শ্রমিকেরা। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর জন্য কাজ করছে শিল্প পুলিশ।

সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারী পোশাকশ্রমিক খুনের প্রতিবাদে আজ সোমবার তানজিলা টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা
সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারী পোশাকশ্রমিক খুনের প্রতিবাদে আজ সোমবার তানজিলা টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

শিল্প পুলিশ-১ (আশুলিয়া)-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনার চেষ্টা চলছে।

তানজিলা টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনিরুজ্জামান শ্রমিকদের তোপের মুখে কারখানার ভেতর আটকা পড়েছেন শোনা গেছে। তাঁকে একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত