Ajker Patrika

স্বাস্থ্যবিধির বালাই নেই ক্রেতা-বিক্রেতাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৮: ১২
স্বাস্থ্যবিধির বালাই নেই ক্রেতা-বিক্রেতাদের

শুক্রবার থেকে সরকার দোকান ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দেওয়া হয় কঠোর নির্দেশ। কিন্তু শনিবার নিউমার্কেট এবং গাউছিয়ায় নির্দেশনার বিপরীত চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা গেছে, মার্কেটে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন। মাস্ক সঙ্গে থাকলেও তা ব্যবহার করছেন না অর্ধেকের বেশি। সবাই এটেসেটে পোশাক দোকানগুলোতে ভীড় করছেন। পোশাক দোকানগুলোতে স্যানিটাইজ ব্যবস্থা থাকার নির্দেশনা থাকলেও দেখা মেলেনি। এমনকি দোকান কর্মচারীদের বেশিরভাগের মুখেও ছিল না মাস্ক।

ক্রেতাদের কাছে স্বাস্থ্যবিধির বিষয়ে জানতে চাইলে তারা বলেন, মার্কেটে আসলে স্বাস্থ্যবিধি মানার কোন পথ থাকে না। কারণ চারিদিকে এতো লোকের সমাগমে সেকারণে স্বাস্থ্যবিধি মেনে চলা দুরূহ।

দোকান কর্মচারীদের এ বিষয়ে প্রশ্ন করলে তারা বলেন, ক্রেতারা যদি দোকানে এসে ভিড় করে তবে আমরা কি করবো। আমাদেরও তো ব্যবসা করতে হবে। আর যে গরম পড়েছে তাতে বেশিক্ষণ মাস্ক পড়ে থাকলে দম বন্ধ লাগে।

মার্কেটের খাবারের দোকানগুলোতেও দেখা গেছে একই রকমের চিত্র। হ্যান্ড স্যানিটাইজ করার ব্যবস্থাতো ছিলই না সঙ্গে বিক্রেতারাও পড়েননি মাস্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত