মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদরে কারখানার ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বজ্রযোগিনী ইউনিয়নের কালির আটপাড়ায় রাকা ইন্ডাস্ট্রিজ নামের একটি অ্যালুমিনিয়াম পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম পলাশ শেখ (২২)। তিনি সদরের সুয়াপাড়ার বাসিন্দা। তিনি তিন বছর ধরে ওই কারখানায় কাজ করছিলেন।
পলাশের বড় বোন হাবিবা আক্তার বলেন, ‘বেলা ১১টার দিকে আমার ভাইয়ের সহকর্মীরা ফোন করে জানায় পলাশ কারখানার টিনশেড ছাদে উঠে আম পাড়তে গিয়ে নিচে পড়ে গেছে। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।’
হাবিবা আরও বলেন, ‘কারখানার ছাদের টিনগুলো খুব ভারী ও পুরোনো। এত সহজে পড়ে গিয়ে একজনের মৃত্যু কীভাবে হয়? এর আগেও ওই কারখানায় এমন দুর্ঘটনা ঘটেছে। সেখানে ব্যবস্থাপনা খুবই দুর্বল।’
এই ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে রাকা ইন্ডাস্ট্রিজের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পরিচয় দেওয়া ফারুক নামের এক ব্যক্তি ফোনে বলেন, ‘এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘ঘটনাটি আমরা জানতে পেরেছি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।’
মুন্সিগঞ্জ সদরে কারখানার ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বজ্রযোগিনী ইউনিয়নের কালির আটপাড়ায় রাকা ইন্ডাস্ট্রিজ নামের একটি অ্যালুমিনিয়াম পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম পলাশ শেখ (২২)। তিনি সদরের সুয়াপাড়ার বাসিন্দা। তিনি তিন বছর ধরে ওই কারখানায় কাজ করছিলেন।
পলাশের বড় বোন হাবিবা আক্তার বলেন, ‘বেলা ১১টার দিকে আমার ভাইয়ের সহকর্মীরা ফোন করে জানায় পলাশ কারখানার টিনশেড ছাদে উঠে আম পাড়তে গিয়ে নিচে পড়ে গেছে। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।’
হাবিবা আরও বলেন, ‘কারখানার ছাদের টিনগুলো খুব ভারী ও পুরোনো। এত সহজে পড়ে গিয়ে একজনের মৃত্যু কীভাবে হয়? এর আগেও ওই কারখানায় এমন দুর্ঘটনা ঘটেছে। সেখানে ব্যবস্থাপনা খুবই দুর্বল।’
এই ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে রাকা ইন্ডাস্ট্রিজের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পরিচয় দেওয়া ফারুক নামের এক ব্যক্তি ফোনে বলেন, ‘এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘ঘটনাটি আমরা জানতে পেরেছি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে