নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হৃদ্রোগীদের চিকিৎসায় স্থায়ী গাইডলাইন তৈরি করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ‘হার্ট ফেইলিউর ক্লিনিক’-এর উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, যথাযথ তত্ত্বাবধান না থাকায় হৃদ্রোগে আক্রান্ত রোগীরা যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে এই রোগে আক্রান্তরা ছড়িয়ে-ছিটিয়ে বিচ্ছিন্নভাবে চিকিৎসা নিচ্ছে। তবে এসব আক্রান্ত রোগী যথাযথ তত্ত্বাবধানে না থাকায় যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ জন্য সুনির্দিষ্ট একটি দীর্ঘমেয়াদি গাইডলাইন তৈরি করা হবে।
বিএসএমএমইউর উপাচার্য বলেন, এই ক্লিনিক (হার্ট ফেইলিউর ক্লিনিক) চালুর ফলে এসব রোগীকে একই ছাদের নিচে এনে যথাযথভাবে তত্ত্বাবধান করা যাবে। হৃদ্রোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি ও ভর্তি ছাড়া রোগীদের তথ্য একসঙ্গে সংগ্রহে রাখবে এই বিভাগ। এতে দেশের হৃদ্রোগে আক্রান্ত জনসাধারণ সম্পর্কে সম্যক ধারণা হবে এবং গবেষণার সুযোগ আরও বাড়বে।
শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের এই বিশ্ববিদ্যালয়ে হৃদ্রোগীদের সর্বাধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এই বিভাগকে এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে হৃদ্রোগীদের চিকিৎসার জন্য আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।’
তবে পুরো স্বাস্থ্যব্যবস্থাকে উন্নত করতে হলে এই খাতে বরাদ্দের পরিমাণ অন্তত ১০ শতাংশ হওয়া প্রয়োজন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, ইউজিসি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদ্রোগ বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক।
এ সময় ইউজিসির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি বলেন, ‘হার্ট ফেইলিউর ক্লিনিক’ চালু হওয়ার মাধ্যমে দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন পূরণ হলো। এই ক্লিনিকের মাধ্যমে শুধু রোগ নির্ণয় নয়, গবেষণাসহ এ ধরনের রোগীদের সঠিক ফলোআপের বিষয়টি নিশ্চিত হবে, যা রোগীদের জীবন বাঁচাতে বিরাট অবদান রাখবে।
অনুষ্ঠানে নার্সিং ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মনজুর মাহমুদ, অধ্যাপক ডা. এম এ মুকিত, অধ্যাপক ডা. জাহানারা আরজু, সহযোগী অধ্যাপক ডা. দিপল কৃষ্ণ অধিকারী, সহযোগী অধ্যাপক ডা. নাভিন শেখ, সহযোগী অধ্যাপক ডা. মো. আবু সেলিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
হৃদ্রোগীদের চিকিৎসায় স্থায়ী গাইডলাইন তৈরি করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ‘হার্ট ফেইলিউর ক্লিনিক’-এর উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, যথাযথ তত্ত্বাবধান না থাকায় হৃদ্রোগে আক্রান্ত রোগীরা যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে এই রোগে আক্রান্তরা ছড়িয়ে-ছিটিয়ে বিচ্ছিন্নভাবে চিকিৎসা নিচ্ছে। তবে এসব আক্রান্ত রোগী যথাযথ তত্ত্বাবধানে না থাকায় যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ জন্য সুনির্দিষ্ট একটি দীর্ঘমেয়াদি গাইডলাইন তৈরি করা হবে।
বিএসএমএমইউর উপাচার্য বলেন, এই ক্লিনিক (হার্ট ফেইলিউর ক্লিনিক) চালুর ফলে এসব রোগীকে একই ছাদের নিচে এনে যথাযথভাবে তত্ত্বাবধান করা যাবে। হৃদ্রোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি ও ভর্তি ছাড়া রোগীদের তথ্য একসঙ্গে সংগ্রহে রাখবে এই বিভাগ। এতে দেশের হৃদ্রোগে আক্রান্ত জনসাধারণ সম্পর্কে সম্যক ধারণা হবে এবং গবেষণার সুযোগ আরও বাড়বে।
শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের এই বিশ্ববিদ্যালয়ে হৃদ্রোগীদের সর্বাধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এই বিভাগকে এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে হৃদ্রোগীদের চিকিৎসার জন্য আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।’
তবে পুরো স্বাস্থ্যব্যবস্থাকে উন্নত করতে হলে এই খাতে বরাদ্দের পরিমাণ অন্তত ১০ শতাংশ হওয়া প্রয়োজন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, ইউজিসি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদ্রোগ বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক।
এ সময় ইউজিসির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি বলেন, ‘হার্ট ফেইলিউর ক্লিনিক’ চালু হওয়ার মাধ্যমে দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন পূরণ হলো। এই ক্লিনিকের মাধ্যমে শুধু রোগ নির্ণয় নয়, গবেষণাসহ এ ধরনের রোগীদের সঠিক ফলোআপের বিষয়টি নিশ্চিত হবে, যা রোগীদের জীবন বাঁচাতে বিরাট অবদান রাখবে।
অনুষ্ঠানে নার্সিং ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মনজুর মাহমুদ, অধ্যাপক ডা. এম এ মুকিত, অধ্যাপক ডা. জাহানারা আরজু, সহযোগী অধ্যাপক ডা. দিপল কৃষ্ণ অধিকারী, সহযোগী অধ্যাপক ডা. নাভিন শেখ, সহযোগী অধ্যাপক ডা. মো. আবু সেলিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৮ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৮ ঘণ্টা আগে