Ajker Patrika

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৬ 

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৬ 

গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মেরী গোপীনাথপুর নামক স্থানে মাছবাহী পিকআপ উল্টে তিনজন নিহত হয়েছেন। একই সড়কের সোনাকুড় নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর হাসপাতালের সামনে ঢাকাগামী মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেল-ট্রাক-ইজিবাইকের সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন নিহত হন। 

এ ঘটনায় নিহতরা হলেন, সদর উপজেলার শুকতাইল গ্রামের কুঠিবাড়ী এলাকার হাজী আকরাম আলী শেখের ছেলে ফরহাদ শেখ (৩২), একই জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ৪,৫, ৬ নম্বর ওয়ার্ডের নারী সংরক্ষিত আসনের সদস্য আলেয়া বেগমের ছেলে ইজিবাইক চালক রনি খান (৩০) এবং মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার মৃত মালেক বেপারীর ছেলে সৈয়দ বেপারী (৩৩)।

এ দুর্ঘটনার পিকআপে থাকা মাছ ব্যবসায়ী রিয়াজ বলেন, বাগেরহাটের ফকিরহাট থেকে মাছ কিনে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জের গোপীনাথপুরে পৌঁছালে গাড়ির ব্রেক ফেল করে। এ সময় সামনে থাকা কাভার্ড ভ্যানের পাশ দিয়ে গাড়ি ঢুকিয়ে দিলে সামনে থাকা মোটরসাইকেলসহ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইজিবাইক ও মোটরসাইকেল নিয়ে পাশের বাসের কাউন্টারে ধাক্কা দিয়ে পিকআপটি রাস্তায় উল্টে যায়। এতে কয়েকজন আহত হয়েছে ও মারা গেছে।

মোটরসাইকেল-ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে রাস্তার পাশে উল্টে যায় ইজিবাইক।ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাইম মো. তোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সৈয়দ বেপারী নামে এক ফেরিওয়ালা নিহত হন। এ সময় রাস্তার পাশে মোটরসাইকেলে থাকা ফরহাদ শেখ ও রনি খানসহ অন্যান্য যানবাহনে থাকা পাঁচজন আহত হন। সংকটজনক অবস্থায় ফরহাদ ও রনিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন এবং রনিকে উন্নত চিকিসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে খুলনায় নেওয়ার পথে রনি খানের মৃত্যু হয় বলে জানা যায়।

এদিকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো রাস্তায় পড়ে থাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে গাড়িগুলো সরিয়ে নেন। বিকেল ৪টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়। 

অন্যদিকে সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাকুড় নামক স্থানে একটি মোটরসাইকেল পথচারী রুবি বেগমকে (৬০) ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার এসআই মো. মারিদুল ইসলাম বলেন, নিহত রুবি বেগম সদর উপজেলার সোনাকুড় গ্রামের মৃত মোশাক শিকদারের স্ত্রী। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত