মাদারীপুর প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় মাদারীপুরে প্রথম হত্যা মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে আন্দোলনের সময় রোমান ব্যাপারী (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মাদারীপুর পৌর ছাত্রলীগের সভাপতি নোবেল ব্যাপারীকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রোমান ব্যাপারী মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকার ওমর ব্যাপারীর ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যানের চালক ছিলেন।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর গোলচত্বর থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এলে আন্দোলনকারীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় গুলিতে রোমান ব্যাপারী মারা যান।
মামলার বাদী কাজল আক্তার বলেন, ‘আমার স্বামী ছাত্র-জনতার সঙ্গে মিছিলে গেলে তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি। আমি খুনিদের ফাঁসি চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহত রোমানের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে তিনজন নিহত হন। রোমান ব্যাপারী ছাড়া অন্যরা হলেন তাওহীদ সন্যামাত (২৫) ও দীপ্ত দে (২২)। তবে বাকি দুই নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো মামলা করেনি।
কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় মাদারীপুরে প্রথম হত্যা মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে আন্দোলনের সময় রোমান ব্যাপারী (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মাদারীপুর পৌর ছাত্রলীগের সভাপতি নোবেল ব্যাপারীকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রোমান ব্যাপারী মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকার ওমর ব্যাপারীর ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যানের চালক ছিলেন।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর গোলচত্বর থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এলে আন্দোলনকারীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় গুলিতে রোমান ব্যাপারী মারা যান।
মামলার বাদী কাজল আক্তার বলেন, ‘আমার স্বামী ছাত্র-জনতার সঙ্গে মিছিলে গেলে তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি। আমি খুনিদের ফাঁসি চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহত রোমানের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে তিনজন নিহত হন। রোমান ব্যাপারী ছাড়া অন্যরা হলেন তাওহীদ সন্যামাত (২৫) ও দীপ্ত দে (২২)। তবে বাকি দুই নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো মামলা করেনি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৬ লাখ ৭৯ হাজার টাকার ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালেহ ফয়সাল (২৭), মনিরুল ইসলাম (৩৪) ও মাসুম রানা (৩২)।
৪৩ মিনিট আগেএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শকদের পরামর্শ উপেক্ষা করে রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পে নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকার এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাঁচটি প্যাকেজের আওতায় প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে একটি হল
১ ঘণ্টা আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুটি অবৈধ পলিথিন কারখানাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
২ ঘণ্টা আগেরাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছিল। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
২ ঘণ্টা আগে