Ajker Patrika

কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় মাদারীপুরে হত্যা মামলা

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৯: ৫০
কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় মাদারীপুরে হত্যা মামলা

কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় মাদারীপুরে প্রথম হত্যা মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে আন্দোলনের সময় রোমান ব্যাপারী (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মাদারীপুর পৌর ছাত্রলীগের সভাপতি নোবেল ব্যাপারীকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত রোমান ব্যাপারী মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকার ওমর ব্যাপারীর ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যানের চালক ছিলেন। 

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর গোলচত্বর থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এলে আন্দোলনকারীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় গুলিতে রোমান ব্যাপারী মারা যান। 

মামলার বাদী কাজল আক্তার বলেন, ‘আমার স্বামী ছাত্র-জনতার সঙ্গে মিছিলে গেলে তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি। আমি খুনিদের ফাঁসি চাই।’ 

মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহত রোমানের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

উল্লেখ্য, মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে তিনজন নিহত হন। রোমান ব্যাপারী ছাড়া অন্যরা হলেন তাওহীদ সন্যামাত (২৫) ও দীপ্ত দে (২২)। তবে বাকি দুই নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো মামলা করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত