Ajker Patrika

নাসিকের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নাসিকের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নতুন ঘোষিত এই বাজেট গত বছরের চাইতে ১০৬ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনের অডিটোরিয়ামে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উত্থাপন করেন তিনি।

এবারের বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় থেকে মোট ৬৯৫ কোটি ৭৫ লাখ ৮ হাজার ৯১৯ টাকা প্রস্তাবনা আনা হচ্ছে। একই সঙ্গে রাজস্ব ও উন্নয়ন খাতে ব্যয় বাবদ ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকা ব্যয়ের পরিকল্পনা রেখেছে নাসিক। সংস্থাটির ভাবনা, এই বাবদ আয় ও ব্যয় নির্ধারিত থাকলে প্রায় ২৩ কোটি টাকা বাড়তি থাকবে।

নতুন এই বাজেটে রাজস্ব থেকে ১১৮ কোটি টাকা আয় এবং উন্নয়ন আয় থেকে ৪৫৭ কোটি টাকা আয়ের প্রস্তাবনা রেখেছে নাসিক। উন্নয়ন আয়ের মধ্যে বৈদেশিক সহায়তাই ৩৯৩ কোটি টাকা ধরা হয়েছে। এ ছাড়া সরকারের উন্নয়ন খাত থেকে ১৮ কোটি এবং বার্ষিক উন্নয়ন প্রকল্প সহায়তা থেকে ৬৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজেটে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, সবুজায়ন এবং পানি সরবরাহে। এসব খাতে গতবারের তুলনায় কয়েক গুন বেশি ব্যয়ের পরিকল্পনা করছে নাসিক। নতুন আয়ের খাত হিসেবে যুক্ত করা হয়েছে যানবাহন এবং নগর দারিদ্র্য দূরকরণ প্রকল্প। নতুন ব্যয়ের খাতে যুক্ত হয়েছে আন্তর্জাতিক তহবিলে চাঁদা। এ ছাড়া ব্যয়ের তালিকা থেকে বাদ পড়েছে বিএমডিএফ ঋণ পরিশোধ।

বিগত ২০২২-২৩ অর্থ বছরে নাসিক ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আইভী। সেই বাজেটে ব্যয় ধরা হয় ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা। একই সঙ্গে উদ্বৃত্ত ধরা হয় ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত