Ajker Patrika

ভাড়া বাসা থেকে বশেমুরবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ৩৪
ভাড়া বাসা থেকে বশেমুরবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

গোপালগঞ্জে একটি ভাড়া বাসা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী মো. রাসেলকে (২৬) আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে জেলা শহরের নবীনবাগ এলাকার একটি ভাড়া বাসার কক্ষ থেকে নোভা ইয়াসমিন রিক্তা (২৩) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

রিক্তা ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার ভালকি গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আটক রাসেল একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং একই জেলার মহেশপুর উপজেলার ঘোষপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রাসেল আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছর ২৩ ফেব্রুয়ারি বাড়ির কাউকে না জানিয়ে রিক্তাকে বিয়ে করেন রাসেল। তাঁরা দুজনে শহরের নবীনবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

নোভা ইয়াসমিন রিক্তার মায়ের অভিযোগ, রিক্তা ও তাঁর স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, ‘ওই শিক্ষার্থী ১ বছর আগে বিয়ে করে স্বামীকে নিয়ে ভাড়া থাকত। এটা হত্যা কি আত্মহত্যা বিষয়টি ময়নাতদন্তের পরে বোঝা যাবে। তবে তার স্বামীর সঙ্গে কথা হলে সে জানিয়েছেন বাসায় গিয়ে সে তার স্ত্রীর মৃতদেহ দেখতে পায়। তবে আমরা কেউ ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ দেখতে পাইনি। বিছানার ওপর তার মরদেহ ছিল। পরে পুলিশ এসে মরদেহ হাসপাতালের মর্গে পাঠান।’ 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, ‘ওই শিক্ষার্থীর স্বামী মো. রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত