নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা শহরে জনসংখ্যার অনুপাতে ২ হাজার ৪০০ খেলার মাঠ থাকা দরকার। কিন্তু খেলার মাঠ আছে মাত্র ২৩৫টি। এর মধ্যে শিশুদের প্রবেশগম্যতা আছে বা শিশুরা ব্যবহার করতে পারে মাত্র ৪২টি মাঠ।
আজ শনিবার ‘শিশুবান্ধব নগর শিশুর অধিকার; বাস্তবায়ন আমাদের অঙ্গীকার’ শীর্ষক সংসদীয় আরবান ককাস গঠনবিষয়ক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে প্রতিটি ওয়ার্ডে একটি করে মাঠ বা বিনোদনকেন্দ্র তৈরি করা। অগ্রাধিকারের ভিত্তিতে সরকারের এসব দিকে নজর আছে।’
সভায় শিশুর অধিকার বাস্তবায়নে সংসদীয় আরবান ককাস কমিটি গঠনের দাবি তুলে ধরা হয়। ওয়ার্ল্ড ভিশনের ডিরেক্টর ফিল্ড অপারেশন লিমা হানা দারিং জানান, দেশে ১১ লাখ ৫০ হাজার পথশিশু আছে। শিশুশ্রমে জড়িত ১৭ লাখ শিশু , যারা স্বাভাবিক জীবন পাচ্ছে না। শিক্ষা, চিকিৎসাসহ সবকিছু থেকেই তারা বঞ্চিত।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত বলেন, ‘শিশুশ্রম নিরসন এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। প্রতিটি শিশুর মুখে হাসি ফোটানো আমাদের প্রত্যেকের দায়িত্ব।’
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা বলেন, পথশিশুরা মাদকাসক্ত হয়ে পড়ছে ৷ আমাদের সেই দিকটাতে নজর দিতে হবে। শিশুদের নিরাপত্তা একটা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়গুলো আরও কাজ করা প্রয়োজন।
সভায় শিশু সুরক্ষাবিষয়ক বিভিন্ন কমিটির কার্যক্রম মনিটরিং, প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকের আদলে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের দাবি জানানো হয়।
ঢাকা শহরে জনসংখ্যার অনুপাতে ২ হাজার ৪০০ খেলার মাঠ থাকা দরকার। কিন্তু খেলার মাঠ আছে মাত্র ২৩৫টি। এর মধ্যে শিশুদের প্রবেশগম্যতা আছে বা শিশুরা ব্যবহার করতে পারে মাত্র ৪২টি মাঠ।
আজ শনিবার ‘শিশুবান্ধব নগর শিশুর অধিকার; বাস্তবায়ন আমাদের অঙ্গীকার’ শীর্ষক সংসদীয় আরবান ককাস গঠনবিষয়ক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে প্রতিটি ওয়ার্ডে একটি করে মাঠ বা বিনোদনকেন্দ্র তৈরি করা। অগ্রাধিকারের ভিত্তিতে সরকারের এসব দিকে নজর আছে।’
সভায় শিশুর অধিকার বাস্তবায়নে সংসদীয় আরবান ককাস কমিটি গঠনের দাবি তুলে ধরা হয়। ওয়ার্ল্ড ভিশনের ডিরেক্টর ফিল্ড অপারেশন লিমা হানা দারিং জানান, দেশে ১১ লাখ ৫০ হাজার পথশিশু আছে। শিশুশ্রমে জড়িত ১৭ লাখ শিশু , যারা স্বাভাবিক জীবন পাচ্ছে না। শিক্ষা, চিকিৎসাসহ সবকিছু থেকেই তারা বঞ্চিত।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত বলেন, ‘শিশুশ্রম নিরসন এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। প্রতিটি শিশুর মুখে হাসি ফোটানো আমাদের প্রত্যেকের দায়িত্ব।’
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা বলেন, পথশিশুরা মাদকাসক্ত হয়ে পড়ছে ৷ আমাদের সেই দিকটাতে নজর দিতে হবে। শিশুদের নিরাপত্তা একটা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়গুলো আরও কাজ করা প্রয়োজন।
সভায় শিশু সুরক্ষাবিষয়ক বিভিন্ন কমিটির কার্যক্রম মনিটরিং, প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকের আদলে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের দাবি জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১০ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১২ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে