নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঠ্যপুস্তকের ভুলভ্রান্তি নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ও ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের উদ্যোগে ‘মাধ্যমিক পাঠ্যপুস্তকের ভুলভ্রান্তি ও মূল্যবোধের পরিপন্থী পাঠ্যসূচির অন্তর্ভুক্তি, পরিকল্পিত অপপ্রচার, মিথ্যাচার এবং সরকার উৎখাতের নানা ষড়যন্ত্রের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী স্বীকার করেছেন যে, পাঠ্যসূচিতে বেশ কিছু ভুল ও অসংগতি আছে এবং এই অসংগতি দূর করে নেবেন। এ ব্যাপারে দুটি কমিটি গঠনের ঘোষণাও দিয়েছেন। কিন্তু এর পরও ষড়যন্ত্রকারীরা সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার অব্যাহত রেখেছে। উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশে ব্যাপকসংখ্যক উগ্রবাদী ও সন্ত্রাসী তৈরি করছে।
‘মহানগর ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে তারা সরকারদলীয় নেতাদের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে গুরুত্বপূর্ণ পদ-পদবি দখল করেছে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়াতে কালোবাজারি মাফিয়া চক্রগুলোকে মদদ দিচ্ছে একশ্রেণির সরকারি কর্মকর্তা। এসব চক্রান্তের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।’
ইসলামী ঐক্যজোট আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ৩ দফায় দায়িত্ব পালন করবে বলেও জানান মিছবাহুর রহমান চৌধুরী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মনিরুজ্জামান রাব্বানীসহ অন্যান্য নেতা।
পাঠ্যপুস্তকের ভুলভ্রান্তি নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ও ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের উদ্যোগে ‘মাধ্যমিক পাঠ্যপুস্তকের ভুলভ্রান্তি ও মূল্যবোধের পরিপন্থী পাঠ্যসূচির অন্তর্ভুক্তি, পরিকল্পিত অপপ্রচার, মিথ্যাচার এবং সরকার উৎখাতের নানা ষড়যন্ত্রের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী স্বীকার করেছেন যে, পাঠ্যসূচিতে বেশ কিছু ভুল ও অসংগতি আছে এবং এই অসংগতি দূর করে নেবেন। এ ব্যাপারে দুটি কমিটি গঠনের ঘোষণাও দিয়েছেন। কিন্তু এর পরও ষড়যন্ত্রকারীরা সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার অব্যাহত রেখেছে। উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশে ব্যাপকসংখ্যক উগ্রবাদী ও সন্ত্রাসী তৈরি করছে।
‘মহানগর ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে তারা সরকারদলীয় নেতাদের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে গুরুত্বপূর্ণ পদ-পদবি দখল করেছে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়াতে কালোবাজারি মাফিয়া চক্রগুলোকে মদদ দিচ্ছে একশ্রেণির সরকারি কর্মকর্তা। এসব চক্রান্তের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।’
ইসলামী ঐক্যজোট আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ৩ দফায় দায়িত্ব পালন করবে বলেও জানান মিছবাহুর রহমান চৌধুরী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মনিরুজ্জামান রাব্বানীসহ অন্যান্য নেতা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১২ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
২০ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
৩৩ মিনিট আগে