গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের রাজেন্দ্রপুরে মহাসড়কের পাশ থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে বন বিভাগের কর্মকর্তারা মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নম্বর গেট এলাকায় আজ মঙ্গলবার সকালে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পাশেই বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগে খবর দেয়।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, ‘আজ মঙ্গলবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়।’
রুবিয়া ইসলাম বলেন, সেখানে গিয়ে দেখা যায়, মৃত হাতির মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। দাঁতগুলো কেউ উঠিয়ে নিয়ে গেছে। ইতিমধ্যে পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছে। পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেরিনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেরিনারি সার্জন যৌথভাবে ময়নাতদন্ত করবেন। তারপর হাতির মৃত্যুর কারণ জানা যাবে। তবে আমরা ধারণা করছি, অন্য কোথাও মারা গেলে হাতিটি এখানে ফেলে রাখা হয়। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার আজকের পত্রিকাকে বলেন, একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনে হচ্ছে এটি ব্যক্তিমালিকানাধীন হাতি।
গাজীপুরের রাজেন্দ্রপুরে মহাসড়কের পাশ থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে বন বিভাগের কর্মকর্তারা মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নম্বর গেট এলাকায় আজ মঙ্গলবার সকালে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পাশেই বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগে খবর দেয়।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, ‘আজ মঙ্গলবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়।’
রুবিয়া ইসলাম বলেন, সেখানে গিয়ে দেখা যায়, মৃত হাতির মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। দাঁতগুলো কেউ উঠিয়ে নিয়ে গেছে। ইতিমধ্যে পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছে। পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেরিনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেরিনারি সার্জন যৌথভাবে ময়নাতদন্ত করবেন। তারপর হাতির মৃত্যুর কারণ জানা যাবে। তবে আমরা ধারণা করছি, অন্য কোথাও মারা গেলে হাতিটি এখানে ফেলে রাখা হয়। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার আজকের পত্রিকাকে বলেন, একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনে হচ্ছে এটি ব্যক্তিমালিকানাধীন হাতি।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩৩ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩৪ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে