অনলাইন ডেস্ক
মুক্তিযুদ্ধের সময় থেকেই মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি ও দলীয়করণের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আলো। আজ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল খালেক আলো বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) ছিল একটি উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের সংগঠন। বিএলএফে অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিরা মূলত যুদ্ধক্ষেত্রে সক্রিয় ছিলেন না। বরং এঁরা যুদ্ধের পর নেতৃত্বদানের প্রস্তুতিতেই সীমাবদ্ধ ছিলেন। এর মধ্য দিয়েই বিভাজনের বীজ বপিত হয়েছিল।’
এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে আগের তুলনায় লোকসমাগম ছিল কম। মুক্তিযোদ্ধাদের উপস্থিতিও ছিল হাতে গোনা। অনেকে মনে করেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও পরিবর্তিত প্রেক্ষাপটই এর প্রধান কারণ।
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সদস্যরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। তবে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধির উপস্থিতি লক্ষ করা যায়নি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসেন।
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা শেখ মোহাম্মদ তোরাব হোসেন নামে এক সহমুক্তিযোদ্ধার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তাঁর বাড়ি খুলনার চিতলমারী। মুক্তিযুদ্ধে অবদান রাখলেও তিনি কখনো কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেননি। তিনি বলেন, ‘দেশের জন্য যুদ্ধে অংশ নিয়েছি, কোনো স্বীকৃতির প্রয়োজন নেই।’ সেই সঙ্গে স্মৃতিসৌধটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।
মুক্তিযুদ্ধের সময় থেকেই মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি ও দলীয়করণের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আলো। আজ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল খালেক আলো বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) ছিল একটি উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের সংগঠন। বিএলএফে অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিরা মূলত যুদ্ধক্ষেত্রে সক্রিয় ছিলেন না। বরং এঁরা যুদ্ধের পর নেতৃত্বদানের প্রস্তুতিতেই সীমাবদ্ধ ছিলেন। এর মধ্য দিয়েই বিভাজনের বীজ বপিত হয়েছিল।’
এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে আগের তুলনায় লোকসমাগম ছিল কম। মুক্তিযোদ্ধাদের উপস্থিতিও ছিল হাতে গোনা। অনেকে মনে করেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও পরিবর্তিত প্রেক্ষাপটই এর প্রধান কারণ।
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সদস্যরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। তবে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধির উপস্থিতি লক্ষ করা যায়নি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসেন।
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা শেখ মোহাম্মদ তোরাব হোসেন নামে এক সহমুক্তিযোদ্ধার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তাঁর বাড়ি খুলনার চিতলমারী। মুক্তিযুদ্ধে অবদান রাখলেও তিনি কখনো কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেননি। তিনি বলেন, ‘দেশের জন্য যুদ্ধে অংশ নিয়েছি, কোনো স্বীকৃতির প্রয়োজন নেই।’ সেই সঙ্গে স্মৃতিসৌধটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৩ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৩ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৯ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১২ মিনিট আগে