উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল রোববার বিকেল ৪টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর সড়কে হিজড়া হাজী কচি ও হিজড়া আপনের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সোমবার দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় আপন হিজড়ার স্বামী আব্বাস উদ্দিন আশিক বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও দুই থেকে তিনশ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছেন।
মামলায় কচি হিজড়া, স্বপ্না হিজড়া, রাখি হিজড়া, আনুড়ি হিজড়া, রাশিদা ওরফে শাহাজাদী হিজড়া, সাথি হিজড়া, রাশিদা হিজড়া, সরলা হিজড়া, হাসি হিজড়া, জুই হিজড়া, জোনাকি হিজড়া, আক্তার হিজড়া, শিলা হিজড়ার নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।
এ ঘটনায় আব্বাস উদ্দিন আশিক, ফাতেমা নামের দুজনসহ হিজড়াদের মধ্যে জেলী, কমলা, আচল, চিন্তা, নুপুর, মাধুরী, নেহা আহত হয়েছেন। এদের মধ্যে নেহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আটজন টঙ্গীর আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগীর পক্ষের হিজড়াদের গুরু আপন আজকের পত্রিকাকে বলেন, ওদের হামলায় আমরা গুরুতর আহত। এ অবস্থায় ফোনে কথা বলাও সম্ভব না।
হাজী কচি হিজড়া আজকের পত্রিকাকে বলেন, আসলে মামলাটা পুরো মিথ্যা। ওদের সঙ্গে আমাদের দেখা বা কোন কথাই হয় নাই। অথচ ফোন দিয়ে আমাদেরকে ব্যাপক গালাগালি করেছে।
রাখি হিজড়া আজকের পত্রিকাকে বলেন, ওই খানে শত শত লোক ছিল। মারামারি বা হামলার ঘটনা ঘটলে তারা তো দেখবেই। সেই সঙ্গে সেখানে সিসি ক্যামেরাও ছিল, ওই রকম কিছু থাকলে ক্যামেরায় ধরা পরবে।
তিনি দাবি করে বলেন, ঘটনার সময় উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন গাজীসহ থানার একটি টহল টিম ছিল। তারাও বিষয়টি জানেন।
এ বিষয়ে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। জানা গেছে দুই গ্রুপের সংঘর্ষে সাত আটজন হিজড়া আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সংঘর্ষের কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, হিজড়াদের এক পক্ষ বলছে অতর্কিত হামলা, অপরপক্ষ বলছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা। বিষয়টি নিয়ে ঘটনাস্থল ও তার আশে পাশে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
রাজধানীর উত্তরায় হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল রোববার বিকেল ৪টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর সড়কে হিজড়া হাজী কচি ও হিজড়া আপনের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সোমবার দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় আপন হিজড়ার স্বামী আব্বাস উদ্দিন আশিক বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও দুই থেকে তিনশ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছেন।
মামলায় কচি হিজড়া, স্বপ্না হিজড়া, রাখি হিজড়া, আনুড়ি হিজড়া, রাশিদা ওরফে শাহাজাদী হিজড়া, সাথি হিজড়া, রাশিদা হিজড়া, সরলা হিজড়া, হাসি হিজড়া, জুই হিজড়া, জোনাকি হিজড়া, আক্তার হিজড়া, শিলা হিজড়ার নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।
এ ঘটনায় আব্বাস উদ্দিন আশিক, ফাতেমা নামের দুজনসহ হিজড়াদের মধ্যে জেলী, কমলা, আচল, চিন্তা, নুপুর, মাধুরী, নেহা আহত হয়েছেন। এদের মধ্যে নেহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আটজন টঙ্গীর আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগীর পক্ষের হিজড়াদের গুরু আপন আজকের পত্রিকাকে বলেন, ওদের হামলায় আমরা গুরুতর আহত। এ অবস্থায় ফোনে কথা বলাও সম্ভব না।
হাজী কচি হিজড়া আজকের পত্রিকাকে বলেন, আসলে মামলাটা পুরো মিথ্যা। ওদের সঙ্গে আমাদের দেখা বা কোন কথাই হয় নাই। অথচ ফোন দিয়ে আমাদেরকে ব্যাপক গালাগালি করেছে।
রাখি হিজড়া আজকের পত্রিকাকে বলেন, ওই খানে শত শত লোক ছিল। মারামারি বা হামলার ঘটনা ঘটলে তারা তো দেখবেই। সেই সঙ্গে সেখানে সিসি ক্যামেরাও ছিল, ওই রকম কিছু থাকলে ক্যামেরায় ধরা পরবে।
তিনি দাবি করে বলেন, ঘটনার সময় উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন গাজীসহ থানার একটি টহল টিম ছিল। তারাও বিষয়টি জানেন।
এ বিষয়ে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। জানা গেছে দুই গ্রুপের সংঘর্ষে সাত আটজন হিজড়া আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সংঘর্ষের কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, হিজড়াদের এক পক্ষ বলছে অতর্কিত হামলা, অপরপক্ষ বলছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা। বিষয়টি নিয়ে ঘটনাস্থল ও তার আশে পাশে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৫ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৫ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৮ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৮ ঘণ্টা আগে