নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় নিজেদের ঘর থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন—গিয়াস উদ্দিন (৭০) ও তাঁর ছেলে রাকিব হোসেন (৩০)। রাকিব পেশায় ইলেকট্রিশিয়ান এবং তাঁর বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁদের গ্রামের বাড়ি। রাত ৮টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ উদ্ধারের বিষয়টি বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা।
পুলিশ জানায়, রাকিব হোসেনের বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের অনুষ্ঠান না পেয়ে তাঁর সহপাঠী হারুন তাঁকে খুঁজতে বাসায় আসেন। রাত আনুমানিক সোয়া ৯টার দিকে গিয়ে বাসার দরজা বন্ধ পেয়ে হারুন ও তাঁর অন্য সহপাঠীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তাঁরা বাবা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।
পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে জানা যায়, গিয়াস উদ্দিনের স্ত্রী প্রায় দুই বছর আগে মারা গেছেন। এরপর থেকে বাবা–ছেলে ওই বাসার একটি কক্ষে বাস করতেন। প্রায় ১২ বছর যাবত ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে আছেন তাঁরা।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, বাবা–ছেলের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ হতো। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় তাঁরা উভয়ে রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে আত্মহত্যা করেছেন।
রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় নিজেদের ঘর থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন—গিয়াস উদ্দিন (৭০) ও তাঁর ছেলে রাকিব হোসেন (৩০)। রাকিব পেশায় ইলেকট্রিশিয়ান এবং তাঁর বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁদের গ্রামের বাড়ি। রাত ৮টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ উদ্ধারের বিষয়টি বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা।
পুলিশ জানায়, রাকিব হোসেনের বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের অনুষ্ঠান না পেয়ে তাঁর সহপাঠী হারুন তাঁকে খুঁজতে বাসায় আসেন। রাত আনুমানিক সোয়া ৯টার দিকে গিয়ে বাসার দরজা বন্ধ পেয়ে হারুন ও তাঁর অন্য সহপাঠীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তাঁরা বাবা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।
পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে জানা যায়, গিয়াস উদ্দিনের স্ত্রী প্রায় দুই বছর আগে মারা গেছেন। এরপর থেকে বাবা–ছেলে ওই বাসার একটি কক্ষে বাস করতেন। প্রায় ১২ বছর যাবত ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে আছেন তাঁরা।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, বাবা–ছেলের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ হতো। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় তাঁরা উভয়ে রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে আত্মহত্যা করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ঝাঁপ দেওয়া যুবক শামীম রেজা মিষ্টির (১৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশটি উদ্ধার করে।
৯ মিনিট আগেলালমনিরহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রোকনুজ্জামান রোকনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল। গতকাল রোববার রাতে সদর উপজেলার বড়বাড়ি বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩৩ মিনিট আগেসুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে বিলুপ্তপ্রায় বাটাগুর বাসকার (কচ্ছপ) ডিম ফুটে ৬৫টি বাচ্চা জন্ম নিয়েছে। আজ সোমবার (৫ মে) ভোরে বাচ্চাগুলোকে বিশেষ ইনকিউবেটর থেকে তুলে কেন্দ্রের কচ্ছপ লালনপালনকেন্দ্রের সংরক্ষণ প্যানে রাখা হয়।
৩৬ মিনিট আগেবিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তাঁর স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট সানজিদা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৩৮ মিনিট আগে