Ajker Patrika

রাজধানীর যাত্রাবাড়ীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৭: ২৩
রাজধানীর যাত্রাবাড়ীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বালতির পানিতে পড়ে আবদুর রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে কাজলা নয়ানগরের বাসায় এই ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। 

শিশুটির চাচা নাজমুল হক জানান, তাঁদের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেয়াবাদ গ্রামে। বর্তমানে তাঁরা যাত্রাবাড়ী কাজলা নয়ানগরের ছয়তলা বাসার চারতলায় ভাড়া থাকেন। 

নাজমুল হক আরও জানান, শিশুটির বাবা নাজমুস সাকিব একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। মা আমাতুল্লা ফাতেমা গৃহিণী। আবদুর রহমান তাঁদের একমাত্র সন্তান। সকালে বাবা অফিসে চলে যান। মা ফাতেমা ছেলে আবদুর রহমানকে নিয়ে বাসায় ছিলেন। ঘটনার কিছু আগে শিশুটিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মা। পরে ঘুম থেকে উঠে দেখতে পান শিশু আবদুর রহমান বিছানায় নেই। ঘরের মধ্যে খুঁজে না পেয়ে বাথরুমের বালতির পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তাকে। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত