Ajker Patrika

পদত্যাগ করলেন ঢাবির কলা অনুষদের ডিন 

ঢাবি প্রতিনিধি
পদত্যাগ করলেন ঢাবির কলা অনুষদের ডিন 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির পদত্যাগ করেছেন। আজ সোমবার দুপুরে উপাচার্য বরাবর একটি লিখিত দিয়ে পদত্যাগ করেন তিনি। 

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন তিনি। অধ্যাপক আবদুল বাছির পদত্যাগপত্রে অব্যাহতি নেওয়ার বিষয়ে উল্লেখ করে ব্যবস্থা গ্রহণ করতে উপাচার্যকে অনুরোধ করেন। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ডিন অফিসের সামনে অবস্থান নিয়ে পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। 

সেখানে অবস্থান করা এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘গত রমজান মাসকে স্বাগত জানিয়ে আরবি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কোরআন তিলাওয়াতের আয়োজন করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরবি বিভাগের চেয়ারম্যান বরাবর চিঠি দেয় কলা অনুষদের ডিন আব্দুল বাছির। আমরা তাঁর পদত্যাগ দাবিতে এখানে এসেছি।’ 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আবদুল বাছির পদত্যাগের পর পবিত্র কোরআন থেকে সুরা ত্বীন পাঠ করা হয় এবং মোনাজাত করা হয়। মোনাজাত ও কোরআন পাঠে আবদুল বাছিরও অংশ নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত