নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘ইভিএম-এ চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব।’ চট্টগ্রামের বাশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষমতাসীন দলীয় মনোনীত প্রার্থী মুজিবুল হক চৌধুরী এমনই এক বক্তব্য দিয়ে হইচই ফেলে দিয়েছেন। নানা মহলে এ নিয়ে চলছে সমালোচনা। বক্তব্যটি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নজরেও এসেছে। আর তাই কমিশন থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার এক চিঠির মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের একটি সূত্র আজকের পত্রিকাকে জানায়, ঘটনাটি যাচাই বাছাই করতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ইসির তরফ থেকে সেই চিঠি পাঠানো হয়।
গত শনিবার বাংলাবাজার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে মুজিবুল হক চৌধুরী ওই বক্তব্য দেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মুজিবুল হক চট্টগ্রামের ভাষায় ভোটারদের উদ্দেশে হ্যান্ডমাইকে বলেন, ‘তো এখানে ইভিএম একটা করেছে সরকার। তো কী করতাম। একটু কষ্ট করে গিয়ে আঙুলে চাপ দিয়ে ভোট দিতে হবে। চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব। তো আমাকে একটু দোয়া করবেন সকলে।’ তিনি আরও বলেন, ‘ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না, ভোট আমি মেরে দিতাম। যেভাবে পারি ভোটটা মেরে দিতাম।’
এদিকে চট্টগ্রামের ওই ঘটনার পাশাপাশি একই চিঠিতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপ্রার্থী মাহবুবুর রহমান জামিলকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ যাচাই বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে নরসিংদী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে ইসি। আগামী ১৫ জুন এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
‘ইভিএম-এ চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব।’ চট্টগ্রামের বাশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষমতাসীন দলীয় মনোনীত প্রার্থী মুজিবুল হক চৌধুরী এমনই এক বক্তব্য দিয়ে হইচই ফেলে দিয়েছেন। নানা মহলে এ নিয়ে চলছে সমালোচনা। বক্তব্যটি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নজরেও এসেছে। আর তাই কমিশন থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার এক চিঠির মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের একটি সূত্র আজকের পত্রিকাকে জানায়, ঘটনাটি যাচাই বাছাই করতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ইসির তরফ থেকে সেই চিঠি পাঠানো হয়।
গত শনিবার বাংলাবাজার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে মুজিবুল হক চৌধুরী ওই বক্তব্য দেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মুজিবুল হক চট্টগ্রামের ভাষায় ভোটারদের উদ্দেশে হ্যান্ডমাইকে বলেন, ‘তো এখানে ইভিএম একটা করেছে সরকার। তো কী করতাম। একটু কষ্ট করে গিয়ে আঙুলে চাপ দিয়ে ভোট দিতে হবে। চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব। তো আমাকে একটু দোয়া করবেন সকলে।’ তিনি আরও বলেন, ‘ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না, ভোট আমি মেরে দিতাম। যেভাবে পারি ভোটটা মেরে দিতাম।’
এদিকে চট্টগ্রামের ওই ঘটনার পাশাপাশি একই চিঠিতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপ্রার্থী মাহবুবুর রহমান জামিলকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ যাচাই বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে নরসিংদী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে ইসি। আগামী ১৫ জুন এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৯ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে