Ajker Patrika

ঢাকার ব্যস্ত সড়কে নেই চিরচেনা যানজট, দিনভর বৃষ্টিতে সুনসান নীরবতা

মান্দি ডি কস্তা, ঢাকা
আপডেট : ২৯ জুন ২০২৩, ১৮: ০৬
ঢাকার ব্যস্ত সড়কে নেই চিরচেনা যানজট, দিনভর বৃষ্টিতে সুনসান নীরবতা

কোরবানির ঈদের ছুটি ও দিনভর বৃষ্টিতে ঢাকার ব্যস্ত সড়কগুলো আজ ছিল একেবারেই ফাঁকা। যেখানে সিগন্যাল পার হতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা, সেখানে আজ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ির দেখা মেলেনি। অনেকক্ষণ পরপর একেকটি গাড়ি দেখা যায়। সকাল থেকে ঢাকার সড়কে ব্যক্তিগত অল্প কিছু গাড়ি, মোটরসাইকেল, জরুরি পণ্য ও সেবা সংশ্লিষ্ট যান এবং অল্প কিছু বাস চলতে দেখা গেছে। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কাকরাইল, প্রেসক্লাব, রমনা, বেইলি রোড, মগবাজার, হাতিরঝিল, বাড্ডা ও রামপুরা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে মাঝেমধ্যে বৃষ্টি থেমে গেলেও রোদের দেখা মেলেনি। 

বৃষ্টিতে ছাতা মাথায় ঈদের আনন্দ ভাগাভাগি করছে কয়েক কিশোর। ছবি: আজকের পত্রিকাবৃষ্টির মধ্যেও হাতিরঝিলে কিছুসংখ্যক শিশু-কিশোরদের আনন্দে মেতে উঠতে দেখা গেছে। কেউবা বের হয়েছে বন্ধুদের সঙ্গে ঘুরতে, কেউবা আড্ডা দিতে। পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে অবশ্য অনেকেই পড়েছেন বিপদে। বৃষ্টিতে তাঁদের ভোগান্তি বেড়েছে। 

কলেজছাত্র রাকিব বলে, ‘আগামীকাল সাত বন্ধু মিলে কক্সবাজারে একটা ট্যুর দেওয়ার কথা আছে। সব ঠিক থাকলে আগামীকালই রওনা দেব।’ 

স্কুলছাত্র নাইম বলে, ‘যদি বিকেলে বৃষ্টি না থাকে তাহলে ঘুরতে যাব।’ 
 
রাস্তার পাশের ভ্রাম্যমাণ এক দোকানি বলেন, ‘বৃষ্টির কারণে ক্রেতা কম। বৃষ্টি না থাকলে ক্রেতা বেশি হইতো।’

ফাঁকা রাস্তায় খুব কমসংখ্যক মানুষ বাইরে বের হয়েছেন। ছবি: আজকের পত্রিকামগবাজারে গিয়ে দেখা যায়, সিলেটের বাসিন্দা শহীদুল ইসলাম মগবাজার ফ্লাইওভারের নিচে বসে চা-বিস্কুট বিক্রি করছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বৃষ্টির কারণে বেচা-বিক্রি কম। তা-ও চলতেছে। বাড়িতে একটা মেয়ে আছে। টাকাপয়সা কম, বাড়ি গিয়ে কী করব। তাই বাড়ি যাওয়া হয় নাই।’ 

ঢাকার ফাঁকা রাস্তায় রিকশাচালকেরাও বেশ খুশি ছিলেন। বৃষ্টি উপেক্ষা করে যাঁরা রিকশা নিয়ে বের হয়েছেন, তাঁদের আয়রোজগার ভালো হচ্ছে। 

এক রিকশাচালক বলেন, ‘ঈদ উপলক্ষে আজকে ভালোই ইনকাম হইছে। অন্য দিনের চেয়ে বেশি ভাড়া পাইতাছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত