মান্দি ডি কস্তা, ঢাকা
কোরবানির ঈদের ছুটি ও দিনভর বৃষ্টিতে ঢাকার ব্যস্ত সড়কগুলো আজ ছিল একেবারেই ফাঁকা। যেখানে সিগন্যাল পার হতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা, সেখানে আজ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ির দেখা মেলেনি। অনেকক্ষণ পরপর একেকটি গাড়ি দেখা যায়। সকাল থেকে ঢাকার সড়কে ব্যক্তিগত অল্প কিছু গাড়ি, মোটরসাইকেল, জরুরি পণ্য ও সেবা সংশ্লিষ্ট যান এবং অল্প কিছু বাস চলতে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কাকরাইল, প্রেসক্লাব, রমনা, বেইলি রোড, মগবাজার, হাতিরঝিল, বাড্ডা ও রামপুরা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে মাঝেমধ্যে বৃষ্টি থেমে গেলেও রোদের দেখা মেলেনি।
বৃষ্টির মধ্যেও হাতিরঝিলে কিছুসংখ্যক শিশু-কিশোরদের আনন্দে মেতে উঠতে দেখা গেছে। কেউবা বের হয়েছে বন্ধুদের সঙ্গে ঘুরতে, কেউবা আড্ডা দিতে। পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে অবশ্য অনেকেই পড়েছেন বিপদে। বৃষ্টিতে তাঁদের ভোগান্তি বেড়েছে।
কলেজছাত্র রাকিব বলে, ‘আগামীকাল সাত বন্ধু মিলে কক্সবাজারে একটা ট্যুর দেওয়ার কথা আছে। সব ঠিক থাকলে আগামীকালই রওনা দেব।’
স্কুলছাত্র নাইম বলে, ‘যদি বিকেলে বৃষ্টি না থাকে তাহলে ঘুরতে যাব।’
রাস্তার পাশের ভ্রাম্যমাণ এক দোকানি বলেন, ‘বৃষ্টির কারণে ক্রেতা কম। বৃষ্টি না থাকলে ক্রেতা বেশি হইতো।’
মগবাজারে গিয়ে দেখা যায়, সিলেটের বাসিন্দা শহীদুল ইসলাম মগবাজার ফ্লাইওভারের নিচে বসে চা-বিস্কুট বিক্রি করছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বৃষ্টির কারণে বেচা-বিক্রি কম। তা-ও চলতেছে। বাড়িতে একটা মেয়ে আছে। টাকাপয়সা কম, বাড়ি গিয়ে কী করব। তাই বাড়ি যাওয়া হয় নাই।’
ঢাকার ফাঁকা রাস্তায় রিকশাচালকেরাও বেশ খুশি ছিলেন। বৃষ্টি উপেক্ষা করে যাঁরা রিকশা নিয়ে বের হয়েছেন, তাঁদের আয়রোজগার ভালো হচ্ছে।
এক রিকশাচালক বলেন, ‘ঈদ উপলক্ষে আজকে ভালোই ইনকাম হইছে। অন্য দিনের চেয়ে বেশি ভাড়া পাইতাছি।’
কোরবানির ঈদের ছুটি ও দিনভর বৃষ্টিতে ঢাকার ব্যস্ত সড়কগুলো আজ ছিল একেবারেই ফাঁকা। যেখানে সিগন্যাল পার হতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা, সেখানে আজ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ির দেখা মেলেনি। অনেকক্ষণ পরপর একেকটি গাড়ি দেখা যায়। সকাল থেকে ঢাকার সড়কে ব্যক্তিগত অল্প কিছু গাড়ি, মোটরসাইকেল, জরুরি পণ্য ও সেবা সংশ্লিষ্ট যান এবং অল্প কিছু বাস চলতে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কাকরাইল, প্রেসক্লাব, রমনা, বেইলি রোড, মগবাজার, হাতিরঝিল, বাড্ডা ও রামপুরা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে মাঝেমধ্যে বৃষ্টি থেমে গেলেও রোদের দেখা মেলেনি।
বৃষ্টির মধ্যেও হাতিরঝিলে কিছুসংখ্যক শিশু-কিশোরদের আনন্দে মেতে উঠতে দেখা গেছে। কেউবা বের হয়েছে বন্ধুদের সঙ্গে ঘুরতে, কেউবা আড্ডা দিতে। পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে অবশ্য অনেকেই পড়েছেন বিপদে। বৃষ্টিতে তাঁদের ভোগান্তি বেড়েছে।
কলেজছাত্র রাকিব বলে, ‘আগামীকাল সাত বন্ধু মিলে কক্সবাজারে একটা ট্যুর দেওয়ার কথা আছে। সব ঠিক থাকলে আগামীকালই রওনা দেব।’
স্কুলছাত্র নাইম বলে, ‘যদি বিকেলে বৃষ্টি না থাকে তাহলে ঘুরতে যাব।’
রাস্তার পাশের ভ্রাম্যমাণ এক দোকানি বলেন, ‘বৃষ্টির কারণে ক্রেতা কম। বৃষ্টি না থাকলে ক্রেতা বেশি হইতো।’
মগবাজারে গিয়ে দেখা যায়, সিলেটের বাসিন্দা শহীদুল ইসলাম মগবাজার ফ্লাইওভারের নিচে বসে চা-বিস্কুট বিক্রি করছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বৃষ্টির কারণে বেচা-বিক্রি কম। তা-ও চলতেছে। বাড়িতে একটা মেয়ে আছে। টাকাপয়সা কম, বাড়ি গিয়ে কী করব। তাই বাড়ি যাওয়া হয় নাই।’
ঢাকার ফাঁকা রাস্তায় রিকশাচালকেরাও বেশ খুশি ছিলেন। বৃষ্টি উপেক্ষা করে যাঁরা রিকশা নিয়ে বের হয়েছেন, তাঁদের আয়রোজগার ভালো হচ্ছে।
এক রিকশাচালক বলেন, ‘ঈদ উপলক্ষে আজকে ভালোই ইনকাম হইছে। অন্য দিনের চেয়ে বেশি ভাড়া পাইতাছি।’
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৩ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১০ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৩ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৯ মিনিট আগে