Ajker Patrika

মাভাবিপ্রবি ছাত্রী মেসের বাথরুমে গোপন ক্যামেরা, বিচার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২৪, ২২: ৫১
মাভাবিপ্রবি ছাত্রী মেসের বাথরুমে গোপন ক্যামেরা, বিচার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এলাকার ঘোষপাড়া ছাত্রী মেসের বাথরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ভবন মালিকের ছেলের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার মালিকের ছেলে তুহিন সরকারের বিচারের দাবিতে প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এ সময় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রক্টরের পদত্যাগের দাবি সংবলিত উপাচার্য বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। 
 
এর আগে গত ৮ মে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেন শিক্ষার্থীরা। বেশ কয়েক দিন অতিবাহিত হওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ শিক্ষার্থীরা ভ্যানে করে বিছানাপত্র নিয়ে প্রক্টরের অফিসের সামনে অবস্থান নেয়। পরে তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও যোগ দেয়। 

প্রত্যক্ষদর্শী দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ঘোষপাড়া এলাকার হানিম সরকারের ‘সরকার বাড়ি’ ছাত্রী মেসে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসবাস করেন। গত ৭ মে সরকার বাড়ি মেস মালিকের ছেলে গোপনে ছাদ থেকে বাথরুমের ভেন্টিলেটরে মোবাইলের ক্যামেরা স্থাপন করেন। হঠাৎ এক ছাত্রী তা দেখে চিৎকার শুরু করেন। 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অফিসে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: আজকের পত্রিকাএরপর মেসের মেয়েদের নিয়ে ছাদে গিয়ে দেখেন, মালিকের ছেলে তুহিন সরকার পানির ট্যাংকের আড়ালে লুকিয়ে আছে। এ ছাড়া ছাদে লাঠির সঙ্গে দড়ি ও ক্লিপ দেখতে পান। এতে আতঙ্কিত হয়ে পড়েন মেসে অবস্থানরত ছাত্রীরা। 

সাপ্তাহিক বন্ধ থাকায় এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি। তবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি প্রক্টরিয়াল বোর্ডের। শিক্ষার্থীরা তাদের সঙ্গে কথা বলবেন।’ তাদের কাছ থেকেই বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত