ফরিদপুর প্রতিনিধি
বিএনপিকে ক্ষমতায় দেখার অপেক্ষায় প্রায় এক যুগ ভাত না খেয়ে থাকা ঝিনাইদহের নিজাম উদ্দিন মণ্ডলকে (৭০) উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বিএসএমএমইউ) পাঠানো হয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর খোঁজ নিতে আসে একটি প্রতিনিধিদল। পরে চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
নিজাম উদ্দিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। ২০১৪ সালে মহেশপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কাঙালি ভোজের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের হামলায় পণ্ড হয়ে যায় এবং রান্না করা খিচুড়ি নষ্ট করা দেখে এমন প্রতিজ্ঞা করে বসেন তিনি। এরপর থেকে শুধু রুটি-কলা খেয়ে আছেন।
এর মধ্যে গত সোমবার বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। গত ঈদের পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
হাসপাতালে নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যে প্রতিজ্ঞা করেছি তা ভাঙব না। যত দিন বিএনপি ক্ষমতায় না আসবে, তত দিন আমি যদি মরে যাই, তাও ভাত খাব না।’
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইনচার্জ দেবব্রত বলেন, নিজাম উদ্দিনের ফুসফুসে ক্ষত দেখা দিয়েছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে যে তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন কি না। এ জন্য তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন।
প্রতিনিধিদলের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘নিজাম উদ্দিনের অসুস্থের বিষয়টি জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং রাতেই আমাদের ফোন করে খোঁজ নেওয়ার কথা জানান। পরে আমরা এখানকার চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন। তাঁর এমন কিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার, যা পিজি হাসপাতালে রয়েছে। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বিএনপি বহন করবে।’
রফিকুল ইসলাম আরও বলেন, নিজাম উদ্দিন মণ্ডল বিএনপির একজন সমর্থক। তাঁর যে পণ ও দলের প্রতি তাঁর যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জনাব তারেক রহমান। এ ছাড়া তাঁর মতো যেসব নেতা–কর্মী বা সমর্থক রয়েছেন, প্রত্যেকের খোঁজখবর নেওয়া হবে।
এ সময় কেন্দ্রীয় বিএনপিরসহ তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপিকে ক্ষমতায় দেখার অপেক্ষায় প্রায় এক যুগ ভাত না খেয়ে থাকা ঝিনাইদহের নিজাম উদ্দিন মণ্ডলকে (৭০) উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বিএসএমএমইউ) পাঠানো হয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর খোঁজ নিতে আসে একটি প্রতিনিধিদল। পরে চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
নিজাম উদ্দিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। ২০১৪ সালে মহেশপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কাঙালি ভোজের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের হামলায় পণ্ড হয়ে যায় এবং রান্না করা খিচুড়ি নষ্ট করা দেখে এমন প্রতিজ্ঞা করে বসেন তিনি। এরপর থেকে শুধু রুটি-কলা খেয়ে আছেন।
এর মধ্যে গত সোমবার বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। গত ঈদের পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
হাসপাতালে নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যে প্রতিজ্ঞা করেছি তা ভাঙব না। যত দিন বিএনপি ক্ষমতায় না আসবে, তত দিন আমি যদি মরে যাই, তাও ভাত খাব না।’
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইনচার্জ দেবব্রত বলেন, নিজাম উদ্দিনের ফুসফুসে ক্ষত দেখা দিয়েছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে যে তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন কি না। এ জন্য তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন।
প্রতিনিধিদলের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘নিজাম উদ্দিনের অসুস্থের বিষয়টি জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং রাতেই আমাদের ফোন করে খোঁজ নেওয়ার কথা জানান। পরে আমরা এখানকার চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন। তাঁর এমন কিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার, যা পিজি হাসপাতালে রয়েছে। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বিএনপি বহন করবে।’
রফিকুল ইসলাম আরও বলেন, নিজাম উদ্দিন মণ্ডল বিএনপির একজন সমর্থক। তাঁর যে পণ ও দলের প্রতি তাঁর যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জনাব তারেক রহমান। এ ছাড়া তাঁর মতো যেসব নেতা–কর্মী বা সমর্থক রয়েছেন, প্রত্যেকের খোঁজখবর নেওয়া হবে।
এ সময় কেন্দ্রীয় বিএনপিরসহ তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
২ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৩ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
৩ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
৩ ঘণ্টা আগে