Ajker Patrika

৩ দিন পর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২০: ১৯
৩ দিন পর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে তিন দিন পর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে এই রুটে বাস চলাচল শুরু হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোল্ডেন লাইন পরিবহনের দুটি ট্রিপ রাজবাড়ীর ওপর দিয়ে যাওয়ার কথা থাকলেও তারা কথা রাখছে না। চার-পাঁচটি ট্রিপ চালাচ্ছে। এ কারণে গোল্ডেন লাইনের বাস চলাচলে বাধা দেওয়া হয়। এর জেরে গত রোববার রাতে গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর সব বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এরপর সোমবার ভোর থেকেই ঢাকা-রাজবাড়ী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। 

রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, আজ রাজবাড়ী জেলা প্রশাসকের সঙ্গে রাজবাড়ী বাস মালিক সমিতির মিটিং হয়েছে। মিটিংয়ে জেলা প্রশাসক আবু কায়সার খান জানিয়েছেন আগামী রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজবাড়ী বাস মালিক সমিতি, গোল্ডেন লাইন পরিবহন কর্তৃপক্ষ ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হবে। সেই বৈঠকে গোল্ডেন লাইনের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে সমাধান হবে। 

আব্দুর রাজ্জাক লিটন আরও বলেন, জেলা প্রশাসক বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর থেকে বাস চলাচল শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত