Ajker Patrika

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে জোহানেসবার্গ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম শামীম শিকদার (৪০)। তিনি মাদারীপুর জেলার শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা গ্রামের মো. আনিছ শিকদারের ছেলে। 

নিহতের পরিবার বলছে, প্রায় ১৪ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান শামীম শিকদার। আফ্রিকার জোহানেসবার্গ এলাকায় একটি মুদি দোকানের ব্যবসায় করেন তিনি। গত বছরের অক্টোবরে ছুটিতে দেশে এসেছিলেন। সোমবার রাতে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা চাইতে আসে তাঁর ওই দোকানে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি গুলি করে সন্ত্রাসীরা। এ সময় গুরুতর আহত অবস্থায় শামীমকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শামীম শিকদারের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

নিহতের স্ত্রী সৈয়দা নাসিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সন্তানেরা এতিম হয়ে গেল। আমরা এখন কীভাবে বাঁচব। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল আমার স্বামী।’ 

শামীম শিকদারে বড় ছেলে আরিফ বলেন, ‘আমার আব্বাকে বিদেশে সন্ত্রাসীরা মেরে ফেলেছে। এখন আব্বার লাশ যেন দ্রুত দেশে আনা যায় এ জন্য সকলের সহযোগিতা চাই।’ 

নিহতের চাচাতো ভাই আব্দুল জলিল শিকদার বলেন, ‘প্রায় ১৪ বছর ধরে আফ্রিকায় থাকত শামীম। গতকাল রাতে চাঁদা নিতে এসে সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করেছে। ওর কাছে মোটা অঙ্কের টাকা চেয়েছিল। কিন্তু অত টাকা দিতে না চাওয়ার সঙ্গে সঙ্গেই গুলি করে সন্ত্রাসীরা।’ 

শামীমের বাবা আনিছ শিকদারের বলেন, ‘আমার মেজ ছেলে শামীম ছুটিতে বাড়ি আসছিল সাত মাস আগে। প্রায় দিনই ফোনে কথা হইতো। গতকাল রাতে শুনি আমার বাবায় আর নাই! এখন লাশ দ্রুত বাংলাদেশ ফিরায়ে আনতে সকলের সহযোগিতা কামনা চাই।’ 

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত